Pancreatitis Symptoms: প্রায়শই পেটে ব্যথা, বমি, পেটখারাপে ভোগেন? অবহেলা নয় হতে পারে প্রাণঘাতী প্যাংক্রিয়াটাইটিস

Causes Of Pancreatitis: হাসপাতাল থেকে বাড়ি ফিরে কড়া নিয়মে ছাকতে হবে। কোনও রকম তেল-মশলা, ফ্যাট জাতীয় খাবার খাওয়া যাবে না

| Edited By: | Updated on: Sep 25, 2022 | 9:17 PM
সামান্য তেল-মশলাদার খাবার থেকে অনেকেরই সমস্যা হয়। পেট খারাপ, বদহজম, বমি এসব লেগেই থাকে। আবার কিছুজন এমন থাকেন যাঁদের রুটিনে এদিক থেকে ওদিক হলেই মুশকিল। বমি, পেটখারাপ মামুলি জিনিস। সব সময় তা কিন্তু উপেক্ষা করা ঠিক নয়। কারণ অনেক জটিল রোগের উপসর্গ হতে পারে এই বমি, পেটে ব্যথা।

সামান্য তেল-মশলাদার খাবার থেকে অনেকেরই সমস্যা হয়। পেট খারাপ, বদহজম, বমি এসব লেগেই থাকে। আবার কিছুজন এমন থাকেন যাঁদের রুটিনে এদিক থেকে ওদিক হলেই মুশকিল। বমি, পেটখারাপ মামুলি জিনিস। সব সময় তা কিন্তু উপেক্ষা করা ঠিক নয়। কারণ অনেক জটিল রোগের উপসর্গ হতে পারে এই বমি, পেটে ব্যথা।

1 / 7
বমি, পেটে ব্যথা প্রাথমিক ভাবে মামুলি বলে মনে হলেও এসব কিন্তু গ্যাসট্রাইটিসের সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত। পরবর্তীতে এখান থেকেই হতে পারে প্যাংক্রিয়াটাইটিস। এদিকে অধিকাংশ মানুষ এই রোগটির নামও জানেন না।

বমি, পেটে ব্যথা প্রাথমিক ভাবে মামুলি বলে মনে হলেও এসব কিন্তু গ্যাসট্রাইটিসের সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত। পরবর্তীতে এখান থেকেই হতে পারে প্যাংক্রিয়াটাইটিস। এদিকে অধিকাংশ মানুষ এই রোগটির নামও জানেন না।

2 / 7
প্যাংক্রিয়াস বা অগ্ন্যাশয় আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গ থেকে জরুরি কিছু উৎসেচক নির্গত হয়। এই উৎসেচক খাবার হজমে সাহায্য করে। এছাড়া এই অঙ্গ থেকে বের হয় ইনসুলিন, যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।

প্যাংক্রিয়াস বা অগ্ন্যাশয় আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গ থেকে জরুরি কিছু উৎসেচক নির্গত হয়। এই উৎসেচক খাবার হজমে সাহায্য করে। এছাড়া এই অঙ্গ থেকে বের হয় ইনসুলিন, যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।

3 / 7
প্যাংক্রিয়াটাইটিসের বহুবিধ কারণ থাকে। এর মধ্যে মূল হল বিভিন্ন ওষুধ। দীর্ঘদিন ধরে যদি কড়া ডোজের অ্যান্টিবায়োটিক খেতে হয় সেখান থেকেও হতে পারে এই সমস্যা। এছাড়াও গলব্লাডারস্টোন, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলেও সেখান থেকে আসে এই সংক্রমণ। বর্তমানে যাঁরা ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন তাঁদের অধিকাংশেরই দেখা দিচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। এই গ্যাসট্রাইটিস থেকেও হতে পারে প্যাংক্রিয়াসে সংক্রমণ।

প্যাংক্রিয়াটাইটিসের বহুবিধ কারণ থাকে। এর মধ্যে মূল হল বিভিন্ন ওষুধ। দীর্ঘদিন ধরে যদি কড়া ডোজের অ্যান্টিবায়োটিক খেতে হয় সেখান থেকেও হতে পারে এই সমস্যা। এছাড়াও গলব্লাডারস্টোন, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলেও সেখান থেকে আসে এই সংক্রমণ। বর্তমানে যাঁরা ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন তাঁদের অধিকাংশেরই দেখা দিচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। এই গ্যাসট্রাইটিস থেকেও হতে পারে প্যাংক্রিয়াসে সংক্রমণ।

4 / 7
পেটের উপরের দিকে ব্যথা, বমি, খেতে না পারা, সারাক্ষণ গা গোলানো এসবই হল প্যাংক্রিয়াসের প্রাথমিক লক্ষণ। আর তাই এই সমস্যা লহলে ফেলে রাখবেন না।

পেটের উপরের দিকে ব্যথা, বমি, খেতে না পারা, সারাক্ষণ গা গোলানো এসবই হল প্যাংক্রিয়াসের প্রাথমিক লক্ষণ। আর তাই এই সমস্যা লহলে ফেলে রাখবেন না।

5 / 7
প্যাংক্রিয়াটাইটিস নির্ণয় করতে  লাইপেজ, অ্যামাইলেজ এনজাইম টেস্ট করার পরামর্শ দেওয়া হয়। প্যাংক্রিয়াটাইটিস হলে এই এনজাইম শরীরে বেশি থাকে। অনেক সময় অন্য কারণেও প্যাংক্রিয়াটাইটিস হয়। সেক্ষেত্রে USG করেও দেখা হয় স্টোন আছে কিনা।

প্যাংক্রিয়াটাইটিস নির্ণয় করতে লাইপেজ, অ্যামাইলেজ এনজাইম টেস্ট করার পরামর্শ দেওয়া হয়। প্যাংক্রিয়াটাইটিস হলে এই এনজাইম শরীরে বেশি থাকে। অনেক সময় অন্য কারণেও প্যাংক্রিয়াটাইটিস হয়। সেক্ষেত্রে USG করেও দেখা হয় স্টোন আছে কিনা।

6 / 7
যদি প্যাংক্রিয়াটাইটিস ধরা পড়ে তাহলে রোগীকে হাসপাতালে ভর্তিই একমাত্র উপায়। টানা ৭-১০ দিন স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হয় রোগীকে। অন্য কোনও কিছু খেতে দেওয়া হয় না। এতে প্যাংক্রিয়াস বিশ্রাম পায়। এতে ১০ দিনের মধ্যেই রোগী ভাল হয়ে যায়।

যদি প্যাংক্রিয়াটাইটিস ধরা পড়ে তাহলে রোগীকে হাসপাতালে ভর্তিই একমাত্র উপায়। টানা ৭-১০ দিন স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হয় রোগীকে। অন্য কোনও কিছু খেতে দেওয়া হয় না। এতে প্যাংক্রিয়াস বিশ্রাম পায়। এতে ১০ দিনের মধ্যেই রোগী ভাল হয়ে যায়।

7 / 7
Follow Us: