‘পবিত্রভূমিতে আসতে পেরে আমি ধন্য’, বঙ্কিম ভবনে এসে মন্তব্য জেপি নাড্ডার
নৈহাটির বঙ্কিম-জন্মভিটায় ( Bankim Chandra Chaterjee ) দাঁড়িয়ে জেপি নাড্ডা ( J P Nadda ) বলেন, “এমন পবিত্রভূমিতে আসতে পেরে আমি ধন্য। বাংলার গর্ব, স্বাভিমানের সঙ্গে ভারতের স্বাভিমানকে উস্কে দিয়েছেন যিনি, তাঁর নাম বঙ্কিমচন্দ্র।''
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (BankimChandra Chattopadhyay) জন্মভিটায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ( J P Nadda ) । বৃহস্পতিবার দুপুর দেড়টার কিছু আগে নৈহাটিতে সাহিত্য সম্রাটের বাড়িতে পৌঁছন তিনি। সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। নৈহাটির বঙ্কিম-জন্মভিটায় দাঁড়িয়ে জেপি নাড্ডা বলেন, “এমন পবিত্রভূমিতে আসতে পেরে আমি ধন্য। বাংলার গর্ব, স্বাভিমানের সঙ্গে ভারতের স্বাভিমানকে উস্কে দিয়েছেন যিনি, তাঁর নাম বঙ্কিমচন্দ্র। আনন্দমঠ তার উদাহরণ। উনি যেখানে বসে জাতীয়তাবাদের মন্ত্র লিখেছিলেন সেই চেয়ার, ঘর দেখার সুযোগ পেলাম আমি। এমন পবিত্র স্থানে এসে আমি ধন্য।” নৈহাটির বঙ্কিম-জন্মভিটায় দাঁড়িয়ে জেপি নাড্ডা বলেন, “এমন পবিত্রভূমিতে আসতে পেরে আমি ধন্য। বাংলার গর্ব, স্বাভিমানের সঙ্গে ভারতের স্বাভিমানকে উস্কে দিয়েছেন যিনি, তাঁর নাম বঙ্কিমচন্দ্র। আনন্দমঠ তার উদাহরণ। উনি যেখানে বসে জাতীয়তাবাদের মন্ত্র লিখেছিলেন সেই চেয়ার, ঘর দেখার সুযোগ পেলাম আমি। এমন পবিত্র স্থানে এসে আমি ধন্য।”