মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা, ‘চক্রান্ত’ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘ইটস্ অ্যা বিগ কন্সপিরেসি’, জাকিরকে দেখতে এসে বিস্ফোরক মুখ্যমন্ত্রী।

মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা, 'চক্রান্ত' বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Updated on: Feb 18, 2021 | 4:15 PM

মুখ্যমন্ত্রী বলেন, “জাকিরের অবস্থা অনেকটাই খারাপ। সকালে বিপি ৫০-এ নেমে গিয়েছিল। হাত-পায়ের অবস্থা খারাপ। ওর সঙ্গে অনেক ছেলে ছিল. তাদের কারোর হাত উড়ে গিয়েছে, কারোর পা উড়ে গিয়েছে। ওদের দিকে তাকানো যাচ্ছে না। আমি তো কোনওক্রমে দূর থেকে দেখে চলে এসেছি।