মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা, ‘চক্রান্ত’ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়
‘ইটস্ অ্যা বিগ কন্সপিরেসি’, জাকিরকে দেখতে এসে বিস্ফোরক মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, “জাকিরের অবস্থা অনেকটাই খারাপ। সকালে বিপি ৫০-এ নেমে গিয়েছিল। হাত-পায়ের অবস্থা খারাপ। ওর সঙ্গে অনেক ছেলে ছিল. তাদের কারোর হাত উড়ে গিয়েছে, কারোর পা উড়ে গিয়েছে। ওদের দিকে তাকানো যাচ্ছে না। আমি তো কোনওক্রমে দূর থেকে দেখে চলে এসেছি।