নামখানায় অমিত শাহকে কালো পতাকা

অমিত শাহকে কালো পতাকা দেখানো হল নামখানায়।

নামখানায় অমিত শাহকে কালো পতাকা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2021 | 3:28 PM

অমিত শাহকে কালো পতাকা দেখানো হল নামখানায়। শাহ মঞ্চে বক্তব্য রাখার সময় এক মহিলা বাঁশের উপর উঠে কালো পতাকা ওড়াতে শুরু করেন। বহু চেষ্টা করে বিরত করা হয় তাঁকে। মঞ্চ থেকে শাহকে বলতে শোনা যায়, “পুলিশের লোক দেখুন। ওনাকে সম্মানের সঙ্গে যেতে দিন। মমতাদিদির পদ্ধতি এটা। ওনাকে যেতে দিন।”