নারায়ণপুরে টোটোয় চেপে ‘শাহি লাঞ্চে’ অমিত
মধ্যাহ্নভোজ সারতে বিশ্বাস বাড়ির পথে শাহ।
টোটোয় চেপে ‘শাহি লাঞ্চে’ অমিত। নারায়ণপুরে অমিত শাহ, মধ্যাহ্নভোজ সারতে বিশ্বাস বাড়ির পথে শাহ। নামখানায় উদ্বাস্তু পরিবারে সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেনুতে ছিল রুটি, ভাত, বেগুন ভাজা, শুক্তো, পনির, স্যালাড, পোস্তর বড়া, ডাল, পায়েস, সন্দেশ, রসগোল্লা, আমের চাটনি। সকাল থেকেই গৃহিণীর চরম ব্যস্ততা। তামার থালা, গেলাস, বাটিতে খেতে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।