শাহি-মঞ্চে বিজেপিতে যোগ হিরণের
বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
শাহি-মঞ্চে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় তাঁকে বরণ করে নেন। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সপ্তম পে কমিশন চালু হবে। নামখানার জনসভা থেকে এমনটাই ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এ রাজ্যের সরকার মানুষকে যে বঞ্চনা করেন, তার বিরুদ্ধেই লড়বে বিজেপি। বাংলায় শুধু সরকার গড়াই লক্ষ্য নয়, তৃণমূলের সিন্ডিকেটরাজ শেষ করাও লক্ষ্য। এদিন শাহি-মঞ্চ থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন টলিপাড়ার জনপ্রিয় মুখ হিরণ চট্টোপাধ্যায়। এক সময় হিরণ রাজ্যের শাসকদলের বেশ ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন। হঠাৎ তাঁর এই ‘দল বদল’-এ খানিকটা অস্বস্তি তৃণমূলের অন্দরে।