দিদিকে পড়ে লড়বি, আগে ভাতিজাকে লড়: অমিত শাহকে চ্যালেঞ্জ মমতার

শাহ ব্রিগেডের সঙ্গে লড়াই করার জন্য যে অভিষেকই যথেষ্ট, মমতার নিজের লড়ার প্রয়োজন নেই পরোক্ষে সেই বার্তাই দিতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই বিশ্লেষণ ওয়াকিবহাল মহলের।

দিদিকে পড়ে লড়বি, আগে ভাতিজাকে লড়: অমিত শাহকে চ্যালেঞ্জ মমতার
Follow Us:
| Updated on: Feb 18, 2021 | 7:30 PM

বঙ্গ সফররত অমিত শাহকে বেনজির আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে ‘ভাইপো’কে কথায় কথায় আক্রমণ করে শাহ-সহ বিজেপি নেতৃত্ব, এবার তাঁকেই লড়াইয়ের ময়দানে এগিয়ে দিয়ে অমিত শাহর রাজনৈতিক উচ্চতা নিয়ে স্বকীয় ভঙ্গিতে চরম কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, শাহরা আগে অভিষেকের সঙ্গে লড়ুক, তারপর না তাঁর সঙ্গে লড়তে আসবেন। অর্থাৎ, শাহ ব্রিগেডের সঙ্গে লড়াই করার জন্য যে অভিষেকই যথেষ্ট, মমতার নিজের লড়ার প্রয়োজন নেই পরোক্ষে সেই বার্তাই দিতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই বিশ্লেষণ ওয়াকিবহাল মহলের।