Turmeric Remedies for Financial Crisis: ঋণে জর্জরিত? হলুদের এই প্রতিকারগুলো করলে কেটে যাবে সমস্ত বাধা-বিপত্তি
Turmeric Remedies for Good Luck: দীর্ঘদিন ধরে যদি ঋণে জর্জরিত হয়ে থাকেন, আর্থিক অবস্থার কোনও উন্নতি না হয়, তাহলে অবশ্যই হলুদের সাহায্য নিন।
হলুদ ছাড়া রান্নার কথা ভাবাও যায় না। আবার হলুদের ওষুধি গুণের কারণে এর কদরও অনেক। এছাড়াও খেয়াল করে দেখবেন, বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে হলুদের ব্যাপক ব্যবহার রয়েছে। হিন্দু ধর্মে হলুদকে শুভ বলে মনে করা হয়। হলুদের গুণে শুধু শারীরিক রোগ দূর হয়ে না, ভাগ্যের বাধাও কেটে যায়। দীর্ঘদিন ধরে যদি ঋণে জর্জরিত হয়ে থাকেন, আর্থিক অবস্থার কোনও উন্নতি না হয়, তাহলে অবশ্যই হলুদের সাহায্য নিন। জীবনে সুখ, সমৃদ্ধি ফিরিয়ে আনতে জ্যোতিষশাস্ত্রে হলুদের প্রতিকারগুলো দারুণ কার্যকর। বিবাহ সংক্রান্ত সমস্যাও দূর হয়ে যাবে যদি সঠিক উপায়ে হলুদ ব্যবহার করেন।
আর্থিক সমস্যা দূর করতে এ ভাবে কাজে লাগান হলুদকে
জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে এমন অনেক প্রতিকারের কথা উল্লেখ রয়েছে, যা সঠিক উপায়ে কাজে লাগালে অর্থনৈতিক সংকট দূর হওয়ার পাশাপাশি অর্থ লাভও হয়। সেই প্রতিকারের মধ্যে রয়েছে হলুদের ব্যবহার। হলুদের প্রতিকারে অর্থনৈতিক সমৃদ্ধি আসে এবং বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বাড়ির বাইরের দেওয়ালে হলুদের রেখা টানা উচিত। এতে ঘরোয়া ক্লেশের অবসান হয়। এছাড়াও, নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এক টাকা কয়েন হলুদ কাপড়ে বেঁধে পুজোর স্থানে রেখে দিন। এতে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে।
মনে করা হয় যে, হলুদ প্রতিকারের আর্থিক ঝামেলার অবসান হয়। পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বজায় থাকে। ভগবান বিষ্ণুর উদ্দেশে হলুদের পিণ্ড নিবেদন করুন। এতে কুণ্ডলিতে থাকা গুরু দোষ দূর হয়ে যায়। হলুদের ব্যবহারে এই সমস্ত বাধা দূর হয়ে যায় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়।
নেতিবাচক শক্তি দূর করতে এ ভাবে হলুদ ব্যবহার করুন
স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। এতে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। একইভাবে, প্রতিদিন সকালে সূর্যকে হলুদ মেশানো জল অর্পণ করুন। জল নিবেদনের পরে কপালে ও গলায় হলুদ মাখুন। এই প্রতিকারটি টানা এক মাস করলে আপনার বিয়ের যোগ তৈরি হবে। এছাড়া হলুদের মালা নিয়ে আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন।
পুজোতে আপনি হলুদ ব্যবহার করতে পারেন। পাশাপাশি প্রতিদিন হলুদ তিলোক লাগান। বুধবার হলুদের তিলক লাগানো খুব শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে সুখ শান্তির জন্য হলুদ গাছ লাগাতে পারেন। এতে বাড়ির সদস্যদের মধ্যে ভাল সম্পর্ক বজায় থাকে।