Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চলছে নবরাত্রি! খুব সাবধান, ভুলেও করবেন না এই সব কাজ, তাহলেই বড় বিপদ

Navratri 2025 Special: এই সময় ৪টি কাজ ভুলেও করতে নেই। তাহলে জীবনে নেমে আসতে পারে বড় দুর্ভোগ। জানেন কী কী কাজ এই সময় ভুলেও করা উচিত নয়?

চলছে নবরাত্রি! খুব সাবধান, ভুলেও করবেন না এই সব কাজ, তাহলেই বড় বিপদ
Follow Us:
| Updated on: Mar 31, 2025 | 2:38 PM

শাস্ত্র মেনে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি শুরু হয়। হিন্দু ধর্মে নবরাত্রির উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নবরাত্রির নয় দিনে ভক্তদের ডাকে সাড়া দিতে মর্ত্যে নেমে আসেন দেবী দশভুজা। ৯ দিন ধরে দেবী দূর্গা ৯ রূপে পূজিত হন। জ্যোতিষ বিদরা বলছেন, সারা বছর যাই করুন না কেন, এই সময় ৪টি কাজ ভুলেও করতে নেই। তাহলে জীবনে নেমে আসতে পারে বড় দুর্ভোগ। জানেন কী কী কাজ এই সময় ভুলেও করা উচিত নয়?

১। নবরাত্রির সময় থেকে কখনওই কোনও খাবারে পেঁয়াজ ও রসুন ব্যবহার করা উচিত নয়। পেঁয়াজ ও রসুনকে তামসিক খাদ্যের মধ্যে গণ্য করা হয়। নবরাত্রিতে শুধু ফল গ্রহণ করুন।

২। নবরাত্রির নয় দিনে দশভুজার ভক্তদের কালো রঙের পোশাক পরিধান করা থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া সেলাইয়ের কাজও করতে হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এমনটা করলে অশুভ বলে মনে করা হয়।

৩। নবরাত্রির নয়দিনে দশভুজার আরাধনা করলে ভক্তরা বিশেষ ফল পেয়ে থাকেন। এই অবস্থায় নবরাত্রির সময় খাবার ও লবণ খাওয়া উচিত নয়। নবরাত্রির খাবারে ফলমূল,আটা,আটার রুটি সাবুদানা,খিচুড়ি খাওয়া যেতে পারে। খাবারে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করা উচিত।

৪। নবরাত্রির সময় যারা উপবাস পালন করেন তাদের দাড়ি ও চুল কাটা উচিত নয়। এই সময় নখও কাটা উচিত নয়।