Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik Purnima 2023: কার্তিক পূর্ণিমায় এই ৫ কাজ করলেই মিলবে অফুরন্ত পূণ্য! ঝরে পড়বে লক্ষ্মী-নারায়ণে কৃপাও

Goddess Lakshmi: কথিত আছে, কার্তিক পূর্ণিমা তিথিতে মত্‍স্য অবতার গ্রহণ করেছিলেন শ্রীহরি। এদিন তাই বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। কার্তিক পূর্ণিমার মত শুভ দিনটি অত্যন্ত প্রিয় লক্ষ্মী-নারায়ণের। তাই এই পবিত্র ও শুভ দিনে বে কিছু বিশেষ প্রতিকার মেনে চললে পূণ্যিলাভ করেন ভক্তরা। শুধু তাই নয় বেশ কিছু কাজ করাও নিষিদ্ধ।

Kartik Purnima 2023: কার্তিক পূর্ণিমায় এই ৫ কাজ করলেই মিলবে অফুরন্ত পূণ্য! ঝরে পড়বে লক্ষ্মী-নারায়ণে কৃপাও
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 7:29 PM

হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমার দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ বছর কার্তিক পূর্ণিমা পালিত হচ্ছে আজ সোমবার, ২৭ নভেম্বর। এদিন শুভ মুহূর্তে গঙ্গাস্নান ও প্রদীপ দান করার প্রথা রয়েছে। কার্তিক পূর্ণিমার শুক্লপক্ষ তিথিতে লক্ষ্মী-নারায়ণ ও শ্রীকৃষ্ণ ও রাধার পুজো করা হয়ে থাকে। কথিত আছে, এদিন শক্তিশালী অসুর ত্রিপুরাসুরকে বধ করেছিলেন স্বয়ং মহাদেব। সেই পৌরাণিক ঘটনাকে স্মরণে রেখে কার্কিত পূর্ণিমাকে ত্রিপুরারী পূর্ণিমাও বলা হয়ে থাতে। কার্তিক পূর্ণিমায় ভগবান বিষ্ণু,চন্দ্রদেব ও লক্ষ্মীও বিশেষভাবে পূজা করা হয়।

কথিত আছে, কার্তিক পূর্ণিমা তিথিতে মত্‍স্য অবতার গ্রহণ করেছিলেন শ্রীহরি। এদিন তাই বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। কার্তিক পূর্ণিমার মত শুভ দিনটি অত্যন্ত প্রিয় লক্ষ্মী-নারায়ণের। তাই এই পবিত্র ও শুভ দিনে বে কিছু বিশেষ প্রতিকার মেনে চললে পূণ্যিলাভ করেন ভক্তরা। শুধু তাই নয় বেশ কিছু কাজ করাও নিষিদ্ধ। হিন্দুধর্মমতে, যে কোনও শুভ দিনে আমিষ খাওয়া নিষিদ্ধ। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ব্যবহার করা হয়েছে এমন খাবার খাওয়া উচিত নয়। চন্দ্রদেব ও বিষ্ণুর আশীর্বাদ পেতে ব্রহ্মচর্য পালন করা উচিত। তাই আজ নরম বিছানায় নয়, মাটিতে ঘুমানো উচিত। এছাড়া আজ কোনওভাবেই পরিবারে ঝামেলা করা উচিত নয়। কাউকে অপমান ও বাজে কথা বলবেন না।

আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কার্তিক পূর্ণিমার দিনটি অত্যন্ত বিশেষ। এদিনে কিছু ব্যবস্থা গ্রহণ করলে ভাগ্যের সব দরজা খুলেযেতে পারে, এমনি দারিদ্র্য কেটে গিয়ে লক্ষ্মীর আশীর্বাদে সংসার হবে পরিপূর্ণ।

তুলসী পুজো: কার্তিক পূর্ণিমার দিন তুলসী পূজা করা সবচেয়ে জরুরি। বিশেষ করে সন্ধ্যের সময় তুলসী মঞ্চের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। এতে সকল ইচ্ছা পূরণ হয় ও দারিদ্র্য কেটে যেতে পারে।

অশ্বত্থ গাছের পূজা: কার্তিক পূর্ণিমার দিনে তুলসীর পাশাপাশি পিপল গাছের উপাসনারও গুরুত্ব রয়েছে। এ দিনে পিপল গাছের পুজো করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। কার্তিক পূর্ণিমার দিন পিপল গাছে জল ও দুধ নিবেদন করুন। এরপর ঘি জ্বালিয়ে পুজো করুন।

ক্ষীরের নৈবেদ্য: দেবী লক্ষ্মীর খুব পছন্দের ভোগ হল ক্ষীর। তাই এদিন চাল ও দুধ দিয়ে তৈরি ক্ষীর তৈরি করে নৈবেদ্য দিলে ভীষণ তুষ্ট হন দেবী লক্ষ্মী। কার্তিক পূর্ণিমার দিন, দুধ, চাল ও জাফরান থেকে ক্ষীর তৈরি করুন। এরপর দেবী লক্ষ্মীকে নিবেদন করুন।

দীপাবলির মতো, এ দিনেও ঘর পরিষ্কার রাখার চেষ্টা করুন। এরপর এদিন সদর দরজা ও প্রদীপ জ্বালায়। এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে, মূল প্রবেশদ্বারে আম বা অশোক পাতা ও ফুল দিয়ে তৈরি একটি দরজার সামনে রাখতে পারেন। এতে ঘরে শুভ ও পজিটিভ শক্তি বজায় থাকবে। পাশাপাশি আর্থিক সংকটও দূর হবে।

মহালক্ষ্মী স্তুতি: সৌভাগ্য ফেরাতে ও লক্ষ্মীর আশীর্বাদ পেতে এদিন মহালক্ষ্মীর স্তুতি পাঠ করতে পারেন। শাস্ত্র মতে, পূর্ণিমা তিথিতে দান করা শুভ বলে মনে করা হচ্ছে। যে কোনও সুস্বাদু খাবার, চাল, তিল, আমলকি দান করলে পূণ্যিলাভ করতে পারেন।