Basant Panchami 2024: বাগদেবীর বন্দনায় হলুদ চাল দেওয়া হয় কেন? কারণ ও গুরুত্ব জানেন না অনেকেই

Importance of Yellow Rice: শ্রীপঞ্চমীর দিন সরস্বতীর আরাধনা করা হলে দেবী ভক্তদের জ্ঞান, বুদ্ধি প্রদান করেন, সঙ্গীতের প্রতি অনুরাগী হওয়ার আশীর্বাদ প্রদান করেন বলে মনে করা হয়। রীতি মেনে সরস্বতী পূজায়, বিশেষ করে দেবী সরস্বতীকে হলুদ চাল নিবেদন করা হয়। বসন্ত পঞ্চমীর দিন ভোগ হিসেবে হলুদ চাল নিবেদন কেন করা হয়, এর গুরুত্বই বা কী, তা জেনে নিন একনজরে...

Basant Panchami 2024: বাগদেবীর বন্দনায় হলুদ চাল দেওয়া হয় কেন? কারণ ও গুরুত্ব জানেন না অনেকেই
Follow Us:
| Updated on: Feb 08, 2024 | 5:27 PM

পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত-সহ ভারতের বিভিন্ন শাস্ত্রে সরস্বতী দেবীর বিভিন্ন কাহিনি উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, সরস্বতী দেবীর বিভিন্ন রূপের কথাও উল্লেখ রয়েছে। সরস্বতী দেবী যে শুধুমাত্র জ্ঞানের দেবী তাই নয়, তিনি একাধারে স্বরেগর অপ্সরা, নর্তকীদের মধ্যেও তাঁর প্রভাব ছিল যথেষ্ট। শিল্প ও সঙ্গীতের দেবী তিনি। বিদ্যার দেবী সরস্বতী হলেন বৈদিক দেবী। তিনি কখনও বীণাপাণি, কুলপ্রিয়া, পলাশপ্রিয়া নামেও পরিচিত। শ্রীপঞ্চমীর দিন সরস্বতীর আরাধনা করা হলে দেবী ভক্তদের জ্ঞান, বুদ্ধি প্রদান করেন, সঙ্গীতের প্রতি অনুরাগী হওয়ার আশীর্বাদ প্রদান করেন বলে মনে করা হয়। রীতি মেনে সরস্বতী পূজায়, বিশেষ করে দেবী সরস্বতীকে হলুদ চাল নিবেদন করা হয়। বসন্ত পঞ্চমীর দিন ভোগ হিসেবে হলুদ চাল নিবেদন কেন করা হয়, এর গুরুত্বই বা কী, তা জেনে নিন একনজরে…

হলুদ চাল নিবেদনের গুরুত্ব

লক্ষ্মী পুজোর সময়ও হলুদ চাল ব্যবহার করতে দেখা যায়। এছাড়া সম্প্রতি, অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সারা ভারতেজুড়ে হলুদ চাল বিলি করেছেন ভক্তরা। প্রথা মেনে সরস্বতী পুজোর দিন বাগদেবীকে হলুদ চাল নিবেদন করা হয়। নৈবেদ্যের থালিতে হলুদ চাল ভোগ হিসেবে নিবেদন করার নিয়ম রয়েছে। মনে করা হয়, হলুদ রঙ সুখ, সমৃদ্ধি ও শক্তির প্রতীক। অন্যদিকে, হলুদ রঙ হল দেবী সরস্বতীর প্রিয় রঙ। তাই সরস্বতী পূজার দিনে হলুদ বস্ত্র পরিধান করা হয়, দেবীকে হলুদ ফুল নিবেদন করা হয়, হলুদ সজ্জা করা হয় ও দেবীকে হলুদ রঙের চাল নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে সরস্বতী দেবীর হলুদ চাল খুব পছন্দের। পুজোয় হলুদ চাল রাখলে ও দেবী সরস্বতীকে হলুদ চাল নিবেদন করা হলে ভক্তের মনস্কামনা পূরণ হয়, গৃহে সমৃদ্ধি বয়ে আসে।