Baba Venga 2023: বছরের মাঝে সব ভবিষ্যদ্বাণীই হয়েছে সত্যি! ভয়ানক বিপর্যয়ে লণ্ডভণ্ড ধরিত্রীর রূপ দেখবেন কবে?
Predictions 2023: সারা বিশ্বে বিখ্যাত জ্যোতিষবিদদের মধ্যে বাবা ভাঙ্গা অন্যতম। নস্ট্রাডামাসের পরই বাবা ভাঙ্গার কথা মনে পড়ে সকলের। তাঁর ভবিষ্যদ্বাণীগুলিও ব্যপকভাবে সাড়া ফেলেছে।
বছর শুরুতেই বিশ্ব-ব্রহ্মাণ্ডের ভবিষ্যত্বাণী নিয়ে সারা ফেলে দিয়েছিলেন বাবা ভাঙ্গা। এখনও পর্যন্ত তাঁর ভবিষ্যদ্বাণী একটাও বিফলে যায়নি। বছরের মাঝামাঝি সময়েই তাঁর করা বাণী সত্যি প্রমাণিত হয়ে গিয়েছে। এবার আসন্ন ঘটনাগুলি ঘটা শুধুমাত্র সময়ের অপেক্ষামাত্র। ভয়ানক সৌরঝড়, ভূমিকম্পের ভয়ঙ্কর রূপের স্মৃতি এখন সকলের কাছেই তাজা। সারা বিশ্বে বিখ্যাত জ্যোতিষবিদদের মধ্যে বাবা ভাঙ্গা অন্যতম। নস্ট্রাডামাসের পরই বাবা ভাঙ্গার কথা মনে পড়ে সকলের। তাঁর ভবিষ্যদ্বাণীগুলিও ব্যপকভাবে সাড়া ফেলেছে। তার কারণ হল, এখনও পর্যন্ত তাঁর ভবিষ্যদ্বাণীগুলি এখনও পর্যন্ত মিথ্যে হয়ে যায়নি।
বাবা ভাঙ্গা হলেন বিশ্বের নবীদের একজন। তার পুরো ও আসল নাম ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুশতারোভা। বুলগেরিয়ান রহস্যময়ী এই মহিলা বুলগেরিয়ার কোজুহ পর্বতের রুপিটে এলাকায় তাঁর গোটা জীবন কাটিয়েছিলেন। পরে তিনি বাবা ভাঙ্গা নামে বিখ্যাত হন। তিনি ১৯১১ সালে জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে তার দৃষ্টিশক্তি চলে যায়।১৯৯৬ সালে ৮৬ বছর বয়সে মারা যান তিনি। কিন্তু মৃত্যুর আগে বাবা ভাঙ্গা ৫০৭৯ সাল পর্যন্ত পৃথিবী সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন।
প্রতি বছর বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়। এমনকি ২০২৩ সালের জন্য, বাবা ভাঙ্গা অনেক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার অনেকগুলি সত্য প্রমাণিত হচ্ছে। ২০২৩ সাল শুরু হয়ে এখন পর্যন্ত ৪ মাস পেরিয়ে মে মাসে পড়েছে। এই অল্প সময়ের মধ্যেই বাবা ভাঙ্গার অনেক ভবিষ্যদ্বাণীর মধ্যে তিনটি ভবিষ্যতবাণীই সত্য প্রমাণিত হয়েছে।
বাবা ভাঙ্গার ৩টি ভবিষ্যদ্বাণী এখন পর্যন্ত সত্য হয়েছে
অসময়ের বৃষ্টি: বাবা ভাঙ্গা ভারতের জন্য ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এ বছর অমরসুমি বৃষ্টি হবে মারাত্মক। এমন বৃষ্টি হবে যে মরুভূমিতেও বন্যার মতো পরিস্থিতি দেখা দিতে শুরু করবে, যার প্রভাব ভারতে দেখা গিয়েছে। এ বছর গ্রীষ্মের শুরুতে প্রচুর বৃষ্টি হয়েছে। এপ্রিল মাসে বর্ষার মতো বৃষ্টি হয় ও মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এ কারণে তাপপ্রবাহ থাকলেও গরমের মাত্রা কমেছে। কয়েক দশক পর এমন অমরসুমি বৃষ্টি ভারতে দেখা গিয়েছে। উত্তর ভারতের অনেক রাজ্যেও অমরসুমি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যেখানে বন্যার আকার ধারণ করেছিল। বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী যে সত্যি হয়েছে তাতে মানুষও বিস্মিত।
সৌর ঝড়: ২০২৩ সালে, একটি সৌর সুনামির পূর্বাভাস দিয়েছিলেন বাবা ভাঙ্গা। কিছুদিন আগে তার এই ভবিষ্যদ্বাণীও সত্য প্রমাণিত হয়। সম্প্রতি, বিজ্ঞানীরা পৃথিবীর চেয়ে প্রায় ২০ গুণ বড় সূর্যের একটি গর্ত আবিষ্কার করেছেন ও তা থেকে নির্গত বিকিরণের প্রভাব ভারতেও প্রভাব ও আবিষ্কার করা গিয়েছে।
তুরস্কের ভূমিকম্প: বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী. ২০২৩ সালে তুরস্কে একটি বিধ্বংসী ভূমিকম্প হবে আর সেই ভবিষ্যদ্বাণীও বাস্তবে ঘটে গিয়েছে। বছরের শুরুতেই, তুরস্ক ও সিরিয়ায় একটি বিপজ্জনক ভূমিকম্পের ঘটনা ঘটে। ভয়াবহ ভূমিকম্পের কারণে প্রায় ৫০ থেকে ৫৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।