Vastu Tips 2023: নতুন বছরে আর্থিক অনটন থেকে মুক্তি পেতে চান? বাস্তু শাস্ত্রের এই টিপস মেনে চলুন

Good Luck: আর্থিক সমস্যার সঙ্গে বাস্তুর যোগ রয়েছে। নতুন বছরে আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে কী-কী করবেন, দেখে নিন...

Vastu Tips 2023: নতুন বছরে আর্থিক অনটন থেকে মুক্তি পেতে চান? বাস্তু শাস্ত্রের এই টিপস মেনে চলুন
Image Credit source: gettyimages.in
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 10:24 AM

নতুন বছর শুরু হলেও পরিস্থিতি খুব একটা অদল-বদল হয়নি। ২০২৩ সালে যাতে আর্থিক সমৃদ্ধি আসুক এটা প্রত্যেকেই চায়। কিন্তু এক দিনে অবস্থার উন্নতি হয় না। আর রাতারাতি আর্থিক সমস্যা দূরও হয় না। কিন্তু বাস্তুতে কিছু পরিবর্তন আনলে আর্থিক সমস্যা পিছু ছাড়তে পারে। আর্থিক সমস্যার সঙ্গে বাস্তুর যোগ রয়েছে। নতুন বছরে আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে কী-কী করবেন, দেখে নিন…

বাড়ির প্রবেশদ্বারে ঘোড়ার ক্ষুর রাখুন- বাস্তু শাস্ত্রের মতে ঘোড়ার ক্ষুর অত্যন্ত শুভ। এটি বাড়ির প্রবেশদ্বারে রাখলে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আসলে ঘোড়ার ক্ষুর ঘরের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়। পাশাপাশি এটি নেতিবাচক শক্তিকে দূর করে। ঘোড়ার ক্ষুর সৌভাগ্যের প্রতীক। তাছাড়া এতে পরিবারের সকলের মধ্যে ভালবাসা বজায় থাকে।

সঠিক জায়গায় আয়না রাখুন- আয়না নিয়ে বাস্তু শাস্ত্রে নানা বিষয় উল্লেখ রয়েছে। আর্থিক অবস্থা উন্নতির ক্ষেত্রেও এই আয়না বিশেষ ভূমিকা পালন করে। যে মাধ্যমের দ্বারা আপনি অর্থ রোজগার করেন, আপনার কর্মক্ষেত্রে আয়না রাখুন। ব্যবসার জায়গায় আয়না রাখতে পারেন। এতে উন্নতির পথ আরও প্রশস্ত হবে।

বাঁশ গাছ বসান- বাঁশ গাছ সমৃদ্ধি ও দীর্ঘায়ুর প্রতীক। ফেইং শুইয়েও বাঁশ গাছের উল্লেখ রয়েছে। বাস্তু শাস্ত্র মতে, বাড়ি কিংবা অফিসে বাঁশ গাছ লাগালে অর্থের আগমন ঘটে। পাশাপাশি বাড়িতে কিংবা অফিসে কোনও বাস্তু দোষ থাকলে সেটাও দূর হয়ে যায়।

উইন্ড চাইম- ফেইং শুইয়ে উইন্ড চাইমের বিশেষ গুরুত্ব আছে। উইন্ড চাইম বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটাতে সাহায্য করে। অফিস, বাড়িতে আপনি এমন জায়গায় উইন্ড চাইম লাগান যেখানে হাওয়া-বাতাস খেলে। উইন্ড চাইমের শব্দে আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে।

লাফিং বুদ্ধা- নতুন বছরে বাড়িতে লাফিং বুদ্ধা রাখুন। বাড়ির সদর ঘরে আপনি লাফিং বুদ্ধা রাখতে পারেন। লাফিং বুদ্ধা আপনার জীবনে আর্থিক অনটন দূর করে দেবে। লাফিং বুদ্ধা বাড়ির মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়।

অ্যাকোয়ারিয়াম- নতুন বছরকে সুন্দর করে তোলার জন্য বাড়িতে একটি অ্যাকোয়ারিয়াম সাজিয়ে রাখুন। অ্যাকোয়ারিয়াম আপনার পরিবারের মধ্যে সুখ বয়ে নিয়ে আসবে। এতে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং পরিবারের মধ্যে মানসিক শান্তি বজায় থাকবে।