Important Astro Tips: ফ্যাশনের নামে টর্ন জিন্স পরছেন! মারাত্মক ফল পাবেন হাতেনাতে
Fashion Tips: এই ছেঁড়া পোশাকের মধ্যেই লুকিয়ে রয়েছে একজন মানুষের ভূত-ভবিষ্যত-বর্তমান। এই পোশাক হলে নেতিবাচক শক্তির প্রতীক। জেনে বা না জেনেই এই পোশাক পরছেন ফ্যাশনের তকমা দিয়ে।
প্রবাদ রয়েছে, কষ্ট করলে কেষ্ট মেলে। কঠোর পরিশ্রম করেও অনেকের ভাগ্যে কেষ্ট মেলে না। রোজকার নিয়মে ঘরে অশান্তি যেন লেগেই থাকে। সুখ থাকে অধরা। বর্তমানে নয়া ট্রেন্ড টর্ন জিনস ও ড্রেস বা জ্যাকেট। যে কোনও অনুষ্ঠানে বা সাধারণ ফ্যাশনেও এই ধরনে ছেঁড়া পোশাকের কদর বেড়েছে। অনেকের কাছে বেশ পছন্দের এই ফ্যাশন। তবে জানেন না অনেকেই। তা হল, এই ছেঁড়া পোশাকের মধ্যেই লুকিয়ে রয়েছে একজন মানুষের ভূত-ভবিষ্যত-বর্তমান। এই পোশাক হলে নেতিবাচক শক্তির প্রতীক। জেনে বা না জেনেই এই পোশাক পরছেন ফ্যাশনের তকমা দিয়ে। পরিবারকে ক্ষতি করার জন্য টর্ন ড্রেসই যথেষ্ট। তাই মারাত্মক ক্ষতি এড়াতে ভুলেও ছেঁড়া পোশাক পরবেন না। জীবনে নেমে আসতে পারে অশান্তির ঘন মেঘ।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ছেঁড়া বা পুরনো ন্যাতানো কাপড় পরা মানেই মানুষের জীবনে মারাত্মক কোনও ক্ষতি ধেয়ে আসতে পারে। সমস্যার সম্মুখীন যদি না হতে চান তাহলে আজই ওয়্যার্ড্রোব থেকে এমন পোশাক বাতিল করুন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্রকে জীবন ও উপভোগের অধিপতি বলে মনে করা হয়। এই অবস্থায় শুক্র ছেঁড়া কাপড় পরলে জীবনে নানা নেতিবাচক শক্তি প্রভাব দেখা দিতে পারে। এই প্রভাবগুলি আপনার পরিবারে উপরও প্রভাবিত করতে পারে। পুরনো পোশাক পরিধান করলে মানুষ ধীরে ধীরে দরিদ্র হতে থাকে। ভাগ্যের সব দরজা বন্ধ হয়ে ধীরে ধীরে অবনতির দিকে চলে যেতে পারেন।
ছেঁড়া বস্ত্র পরিধান করায় লক্ষ্মীদেবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ঘর ছেড়ে চলে যেতে পারেন। যার জেরে ঘরে দারিদ্র্য নেমে আসে। তাই ছেঁড়া বা পুরনো কাপড় পরিধান করা থেকে বিরত থাকা উচিত। বাস্তুশাস্ত্রে এও বলা হয়েছে যে ছেঁড়া জিন্স পরা একজন ব্যক্তিকে মানসিক ও শারীরিকভাবে প্রভাবিত করে। সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে বেশিদিন সময় লাগে না।
মাথায় রাখুন
শুক্রবার, বৃহস্পতিবার বা বুধবার নতুন পোশাক পরা উচিত। শুক্রবার কোনও নতুন জামাকাপড় পরার জন্য সেরা দিন হিসাবে বিবেচিত হয়। অন্যদিকে, শনিবারে নতুন পোশাক পরিধান এড়িয়ে চলুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাতে কখনওই ধোওয়া কাপড় বাইরে রাখবেন না। এর জেরে কাপড়ের মধ্যেই নেতিবাচক শক্তি প্রবেশ করে। সেই পোশাক পরলে আর রক্ষে নেই। মারাত্মক ফল পাবেন হাতে নাতে।