Mahashivratri 2023: বিয়েতে বারবার বাধা, ব্যবসায় ভরাডুবি? মহাশিবরাত্রির এই কাজে ঘুরবে ভাগ্যের চাকা
Rituals on Mahashivratri: বিবাহ সংক্রান্ত, আর্থিক অবস্থা সম্পর্কিত যে কোনও সমস্যা দূর হয়ে যাবে যদি নিয়ম মেনে শিবের আরাধনা করেন।
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শনিবার সারা দেশজুড়ে মহাশিবরাত্রি পালিত হবে। পুরাণ অনুসারে, ওই দিন শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। প্রতি বছর ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। ধর্মীয় গ্রন্থ ও শাস্ত্র অনুসারে, প্রতি মাসের চতুর্দশী তিথি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। মহাদেবের আশীর্বাদপ্রাপ্ত হলে ভক্তের জীবনে কখনও কোনও বাধা আসতে পারে না। আর যদি কোনও বাধা তৈরি হয়ে থাকে, তাহলে এ দিন শিবের পুজো করলে তা দূর হয়ে যায়। বিবাহ সংক্রান্ত, আর্থিক অবস্থা সম্পর্কিত যে কোনও সমস্যা দূর হয়ে যাবে যদি নিয়ম মেনে শিবের আরাধনা করেন। এ দিন কীভাবে মহাদেব ও পার্বতীর আরাধনা করবেন, তার টিপস শেয়ার করেছেন ট্যারট কার্ড রিডার ও হিলার সাঁঝবাতি রায়।
বিবাহ সংক্রান্ত বাধা দূর করুন-
বিবাহ সংক্রান্ত বাধা দূর করার ক্ষেত্রে মহাশিবরাত্রির দিন শিব ও পার্বতীর বিশেষ আরাধনা করুন। যাঁদের বিয়ে হচ্ছে না কিংবা বিয়ের ক্ষেত্রে বারবার কোনও বাধা আসছে তাঁরা এই উপায় মানতে পারেন। শিবরাত্রির প্রথম প্রহরে তামার ঘটিতে কাঁচা দুধ নিন। এর মধ্যে এক চিমটে কেশর মিশিয়ে দিন। এবার এই কেশর মেশানো দুধ শিবলিঙ্গে অর্পন করুন।
আরও একটি উপায়ে আপনি মানতে পারেন। লাল ও হলুদ সুতো বা ধাগা নিন। শিব ও পার্বতীর ছবি বা মূর্তির সঙ্গে গাঁটছড়া বেঁধে নিন। কিংবা শিব ও পার্বতীর ছবি বা মূর্তিতে ওই লাল ও হলুদ সুতো পরিয়ে দিন। এর সঙ্গে মন্ত্র পাঠ করুন। উচ্চারণ করুন ওমঃ গৌরি শংকরিয়া নমঃ। উপরের উপায়টি পালনের সময়ও আপনি এই মন্ত্র পাঠ করতে পারেন।
ব্যবসায় মন্দ অবস্থা দূর করুন-
যাঁদের ব্যবসা একদম ভাল চলছে না, নানা ধরনের আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা শিবরাত্রির দিন একটা ধুতরা ফুল হলুদের মধ্যে ডুবিয়ে সেটা রাত বারোটার সময়ে শিবলিঙ্গের উপর রেখে প্রার্থনা করুন। আধ ঘন্টা পরে ওই ফুল তুলে এনে লাল কাপড়ে মুড়ে রাখুন। তার সঙ্গে মন্ত্র পাঠ করুন। উচ্চারণ করুন শ্রী শিবায় নামাস্তুভ্যম। এই মন্ত্রটি ২১ বার পাঠ করতে হবে। লাল কাপড়ে মোরা ধুতরা ফুল কাজের জায়গা রেখে দিন। এতে ব্যবসা এবং কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবেন। আর্থিক অবস্থাও উন্নত হবে।
মনস্কামনা পূরণ করতে এই কাজ করুন-
মহাশিবরাত্রির দিন নিজের মনস্কামনা পূর্ণ করতে হলে একটা গোলমরিচ এবং সাতটা কালো তিল নিজের এক হাতের তালুতে রেখে অন্য হাত দিয়ে চেপে ধরে নিজের মনের কথা বলুন।৭ বার বললেই হবে। তারপর সেটা শিবলিঙ্গের উপর দিতে হবে। তাহলেই কাজ হবে।