Bhadra 2023: ভাদ্রকালে কোনও শুভ কাজ করা হয় না কেন? ভাদ্র আসলে কে?

Mythology: এ বছর ভাদ্রের কারণে ৩০ ও ৩১ অগস্ট দুই দিন ধরে পালিত হবে রক্ষা বন্ধন উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভাদ্র কালে কোনও শুভ কাজই সফল হতে পারে না। আর তাই কোনও না কোনও বাধা অবশ্যই আসতে পারে জীবনে। কেন এমন হয়? ভাদ্র কে? কেন অশুভ মনে করা হয়? তা জানুন এখানে...

Bhadra 2023: ভাদ্রকালে কোনও শুভ কাজ করা হয় না কেন? ভাদ্র আসলে কে?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 3:37 PM

বাংলা ক্যালেন্ডার মতে, শেষ হয়েছে শ্রাবণ মাস, শুরু হয়েছে ভাদ্র। জ্যোতিষশাস্ত্র মতে, ভাদ্রমাসকে অত্যন্ত অশুভ একটি মাস হিসেবে মনে করা হয়। এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। তবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে, রাখী পূর্ণিমার দিন থেকে শুরু হবে ভাদ্রমাস। নিয়ম অনুসারে, ভাদ্র শুরু হলেও রক্ষাবন্ধন উৎসব শেষ না হওয়া পর্যন্ত পালিত হয় না। ভাদ্রের অশুভ প্রভাবের ভয়ে অনেকেই ভাদ্রকালে রাখী বাঁধেন না। শউধু রাখী বাঁধাই নয়, কোনও শুভ কাজও করেন না। এ বছর ভাদ্রের কারণে ৩০ ও ৩১ অগস্ট দুই দিন ধরে পালিত হবে রক্ষা বন্ধন উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভাদ্র কালে কোনও শুভ কাজই সফল হতে পারে না। আর তাই কোনও না কোনও বাধা অবশ্যই আসতে পারে জীবনে। কেন এমন হয়? ভাদ্র কে? কেন অশুভ মনে করা হয়? তা জানুন এখানে…

ভাদ্র কে?

যে কোনও শুভ কাজ করার আগে ভাদ্রের কথা বিবেচনা করা প্রয়োজন। ভাদ্রের আগে বা পরে শুধুমাত্র মুহুর্তে শুভ কাজ পালন করা হয়। ভাদ্র হল গ্রহরাজ সূর্যদেব ও তাঁর স্ত্রী ছায়ার সন্তান। ভাদ্র আবার শনিদেবের বোন। পৌরাণিক কাহিনি অনুসারে, ভাদ্র স্বভাবগতভাবে অত্যন্ত আক্রমণাত্মক ও সর্বদা অশান্তির সৃষ্টি করে থাকেন।

ভাদ্রের রূপ কেমন?

কথিত আছে ভাদ্রের জন্ম হয়েছিল অসুরদের বধ করার জন্য। তাই তাঁর ব্যক্তিত্ব অন্যদের থেকে তুলনামূলক ভাবে রাগান্বিত হয়। গায়ের রং কালো, বড় বড় দাঁত ও লম্বা চুল রয়েছে। অত্যন্ত ভয়ঙ্কর একটি রূপ। কথিত আছে যে তিনি জন্ম থেকেই উচ্ছৃঙ্খল প্রকৃতির।

যজ্ঞ ও অন্যান্য শুভ কাজে বাধা দিতে থাকে সবসময় সদাপ্রস্তুত। ভাদ্রের আতঙ্ক মানুষের মনে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। ভাদ্রের আচরণের কারণে সাধারণরা অসন্তুষ্ট হতে থাকে। পিতা সূর্যদেবও ভাদ্রের কর্ম ও স্বভাব দেখে খুবই চিন্তিত ছিলেন। তিনি ব্রহ্মাদেবের সাথে ভাদ্র সম্পর্কে আলোচনা করেন। ব্রহ্মাদেব ভাদ্র শান্ত ও রূদ্ররূপ বন্ধ করতে তাঁকে বুঝিয়ে বললেন, ‘তোমার জন্য একটা সময় নির্দিষ্ট, তুমি সেই সময়েই থাকবে। আপনি স্বর্গ ও পৃথিবী, উভয়েই বাস করবেন। সেই সময়ে কেউ শুভ কাজ করলে আপনি তাতে বাধা সৃষ্টি করতে পারেন।

এভাবেই ভাদ্রের উৎপত্তি

ব্রহ্মাদেবের পরামর্শে পঞ্চাঙ্গে ভাদ্র মাসের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়। পঞ্চাঙ্গে যখন বিষ্তি করণ হয়, তখন শুরু হয় ভাদ্র কাল। এভাবেই ভাদ্রের উৎপত্তি।

ভাদ্রে কেন রাখি বাঁধা হয় না?

ভাদ্রকে অশুভ সময় মনে করার কারণে সেই সময় রাখী বাঁধা হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভাদ্রে রাবণের বোন তাকে রাখী বাঁধলেও কোনও সমস্যার সমাধান হবে না।

এবছর রক্ষাবন্ধন ভাদ্র কখন?

এই বছর রক্ষাবন্ধন ৩০ অগস্ট, আর সেই দিন ভাদ্র সকাল ১০টা ৫৮ মিনিট থেকে রাত ৯টা ১ মিনিট পর্যন্ত। ভাদ্র শেষ হলেই পালিত হবে রক্ষা বন্ধন উৎসব।