Rohan Bopanna: ৪৩-এও তরুণ, স্বপ্নের পথে আরও এক ধাপ ভারতীয় টেনিস তারকা
Australian Open 2024: অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলসে দ্বিতীয় বাছাই রোহন বোপান্না-ম্যাথিউ এবডেন জুটি। শেষ ষোলোয় নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়ার জুটি ওয়েসলি কুলফ-নিকোলা মেকতিচকে হারালেন বোপান্নারা। অভিজ্ঞ বোপান্নাদের পক্ষে ম্যাচের ফল ৭-৬, ৭-৬। দুই সেটেই প্রবল প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়েছিলেন রোহন বোপান্না-এবডেন জুটি। যদিও বোপান্নার অভিজ্ঞতার কাছে পেরে ওঠেনি প্রতিপক্ষ। কঠিন পরিস্থিতি পেরিয়েছেন রোহন বোপান্না।

কলকাতা: অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গলসে এক ভারতীয়র উত্থান দেখেছিল টেনিস বিশ্ব। এ বার কিংবদন্তির দুরন্ত পারফরম্যান্স। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের অভিজ্ঞ টেনিস খেলোয়াড় রোহন বোপান্না। পুরুষদের ডাবলসে খেলছেন তিনি। ডাবলসে দীর্ঘদিনের পার্টনার ম্যাথিউ এবডেনকে নিয়ে কোয়ার্টার ফাইনালে বোপান্না। প্রতিযোগিতার ১৪তম বাছাই জুটিকে হারিয়ে আরও এক ধাপ এগলেন বোপান্নারা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলসে দ্বিতীয় বাছাই রোহন বোপান্না-ম্যাথিউ এবডেন জুটি। শেষ ষোলোয় নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়ার জুটি ওয়েসলি কুলফ-নিকোলা মেকতিচকে হারালেন বোপান্নারা। অভিজ্ঞ বোপান্নাদের পক্ষে ম্যাচের ফল ৭-৬, ৭-৬। দুই সেটেই প্রবল প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়েছিলেন রোহন বোপান্না-এবডেন জুটি। যদিও বোপান্নার অভিজ্ঞতার কাছে পেরে ওঠেনি প্রতিপক্ষ।
বয়স ৪৩। গত বছরও গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন। যদিও গ্র্যান্ড স্লাম জয় অধরাই রয়েছে। এর আগে পুরুষদের ডাবলসে দু-বার গ্র্যন্ড স্লামের ফাইনালে উঠেছিলেন রোহন বোপান্না। দু-বারই যুক্তরাষ্ট্র ওপেনে। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম বার কোয়ার্টার ফাইনালে উঠলেন রোহন বোপান্না। এ বার লক্ষ্য় সেমিফাইনাল। সেই লড়াইটা সহজ নয়। কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই আর্জেন্টাইন জুটি ম্যাক্সিমো গঞ্জালেজ-আন্দ্রেস মলতেনির বিরুদ্ধে খেলবেন রোহন বোপান্না-ম্যাথিউ এবডেন।
অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারলে নানা স্বপ্ন পূরণ হবে। দীর্ঘ কেরিয়ারের শুরুর দিকে এক বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন রোহন বোপান্না। সে বারও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ১৩ বছর পর আবারও ফাইনালে উঠে রানার্স। মেলবোর্নে সেই অধরা স্বপ্ন ছোঁয়ার অপেক্ষায় এখনও পেরোতে হবে তিনটি কঠিন ধাপ।





