Delhi Capitals, IPL 2023: পন্থের পরিবর্ত হিসেবে দিল্লির ভরসা বাংলার কিপার!

Abhishek Porel replaces Rishabh Pant: দিল্লির কোচ বলেছিলেন, পন্থের মতো প্রতিভার বিকল্প পাওয়া প্রায় অসম্ভব। শোনা যাচ্ছিল, উইকেটের পিছনে মণীশ পাণ্ডে, সরফরাজ খানদের মধ্যে কেউ একজন দায়িত্ব সামলাবেন।

Delhi Capitals, IPL 2023: পন্থের পরিবর্ত হিসেবে দিল্লির ভরসা বাংলার কিপার!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2023 | 12:59 PM

নয়াদিল্লি: ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে দিল্লি ক্যাপিটালসের উইকেটের পিছনে কে? জল্পনা চলছিল অনেকদিন ধরে। পন্থের (Rishabh Pant) পরিবর্ত খোঁজা জারি রেখেছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। অবশেষে পথ দুর্ঘটনায় আহত উইকেটকিপার ব্যাটারের পরিবর্ত খুঁজে পেল দিল্লি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ঋষভের পরিবর্ত হিসেবে বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে বেছে নিয়েছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি। লুভনিথ সিসোদিয়া, শেলডন জ্যাকসন ও বিবেক সিংয়ের মতো কিপার-ব্যাটারদের সঙ্গে অনেকটা সময় ধরে দিল্লির ট্রেনিং ক্যাম্পে কাটিয়েছেন অভিষেক (Abhishek Porel)। ২০ বছরের বাংলার ক্রিকেটারকেই পন্থের যোগ্য পরিবর্ত মনে হয়েছে দিল্লি টিমের (IPL 2023)। এর আগে দিল্লির কোচ বলেছিলেন যে, পন্থের মতো প্রতিভার বিকল্প পাওয়া প্রায় অসম্ভব। শোনা যাচ্ছিল, উইকেটের পিছনে মণীশ পাণ্ডে, সরফরাজ খানদের মধ্যে কেউ একজন দায়িত্ব সামলাবেন। সব জল্পনা উল্টে বাজিমাত করলেন অভিষেক। ২০২৩ আইপিএলে গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখা যাবে তাঁকে। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

গত মাসে শেষ হওয়া রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে দারুণ পারফর্ম করেছিলেন ২০ বছরের অভিষেক পোড়েল। ফাইনাল ম্যাচে ছিল ঝকঝকে অর্ধশতরান। কয়েকটি চোখ ধাঁধানো ক্যাচ রয়েছে তাঁর। এছাড়া ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের স্কোয়াডের অনেকের কোভিড হওয়ায় ব্যাক আপ হিসেবে ডাক পেয়েছিলেন। যদিও আইপিএলের নিলামে ছিলেন না অভিষেক। ২০২৩ আইপিএল শুরুর আগে ফেব্রুয়ারি মাসে কলকাতায় দিল্লি ক্যাপিটালসের তিনদিনের শিবিরে যোগ দিয়েছিলেন অভিষেক। ক্যাম্পের শেষদিনে চোখের নিচে মারাত্মক চোট পান। সুস্থ হওয়ার পর দিল্লি ক্যাপিটালসের ট্রেনিং ক্যাম্পে যোগ দেন। সেখানে অভিষেক ছাড়াও ছিলেন লুভনিথ সিসোদিয়া, শেলডন জ্যাকসন ও বিবেক সিংয়ের মতো কিপাররা।

Abhishek Porel

অভিষেক পোড়েল

মনে করা হচ্ছে, ওই শিবির থেকেই দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজরে পড়েন অভিষেক। ঋষভ পন্থের পরিবর্ত অভিষেক পোড়েলের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। তবে অভিষেক তাঁর ঘনিষ্ঠ মহলে এটুকু জানিয়েছেন যে, দিল্লি ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁকে থেকে যেতে বলা হয়েছে। দিল্লির তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। তাই এই বিষয়ে মুখ খুলতে নারাজ বাংলার তরুণ উইকেটকিপার-ব্যাটার।