Shubman Gill: বাউন্ডারি লাইনে গিল, ফের ইন্দোরের গ্যালারিতে উঠল ‘সারা ভাবি’-র নাম
Shubman Gill-Sara: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন বাউন্ডারি লাইনের সামনে গিল ফিল্ডিং করার সময় বেশ কয়েকজন দর্শক একসঙ্গে বলে ওঠেন, “হামারি ভাবি ক্যায়সি হো? সারা ভাবি জ্যায়সি হো…।”

ইন্দোর: সিরিজ আসে সিরিজ যায়, প্রতিপক্ষ বদলে যায়… কিন্তু বদলায় না একটা চিত্র। কী সেই চিত্র? বর্তমানে বর্ডার গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট চলছে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। এই স্টেডিয়াম থেকেই এর আগে ভারতের তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill) বাউন্ডারি লাইনের সামনে ফিল্ডিং করার সময় সমবেত কণ্ঠে কয়েকজন দর্শক বলতে থাকেন সারার নাম। সেটা ছিল ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় ওডিআই ম্যাচ। এ বার সেই ইন্দোরেই গিলের উদ্দেশ্যে ফের উঠল সারা সারা রব। সচিনকন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar) নাকি সইফকন্যা সারা আলি খান (Sara Ali Khan) তা অবশ্য স্পষ্ট নয় এ বারও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন বাউন্ডারি লাইনের সামনে গিল ফিল্ডিং করার সময় বেশ কয়েকজন দর্শক একসঙ্গে বলে ওঠেন, “হামারি ভাবি ক্যায়সি হো? সারা ভাবি জ্যায়সি হো…।” এই কথার বাংলা তর্জমা করলে অর্থ দাঁড়ায়, “আমাদের বৌদি কেমন হবে? সারা বৌদির মতো হবে।” সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় নেয়নি। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
@ShubmanGill fielding at boundary. Crowd chanting – “hamari bhabhi kesi ho, Sara bhabhi jesi ho” And on the very next ball Gill takes the catch of Khwaja ???#INDvsAUSTest #INDvsAUS #INDvAUS #AUSvsIND #AUSvIND #Gill #ShubmanGill #RavindraJadeja #Indore #Indoretest #indorepitch pic.twitter.com/t6Rr1gefFD
— ???शुभम दोहरे??? (@Shubhamdohare9) March 1, 2023
শুভমন গিলের সঙ্গে সারার নাম জুড়ে দিতে নেটিজ়েনরা বেশ পছন্দ করেন। তবে গিলও লুকোচুরি খেলতে ওস্তাদ। তাঁর মনে কোন সারা রয়েছেন, এখনও তা পরিষ্কার নয়। সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমনের সম্পর্কের গুঞ্জন কিন্তু আজকের নয়। একটা সময় গিল সেঞ্চুরি করলেই সারা ইনস্টাগ্রাম স্টোরিতে লাভ ইমোজি দিতেন। শুধু তাই নয়, স্টেডিয়ামে যখন সারা…সারা রব ওঠে সেই ব্যাপারটা গিল উপভোগ করেন কিনা জানা নেই, তবে বিরাট কোহলিরা তা বেশ উপভোগ করেন। বেশ এগোচ্ছিল। এরপর জানা যায় সচিনকন্যা সারা নয়, অন্য সারায় মন মজেছে গিলের। বিভিন্ন সময় বলিউড তারকা সারা এবং শুভমনকে রেস্তরাঁয় বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতেও দেখা গিয়েছে। কিন্তু দু’জন যে প্রেম করছেন, তাতে সিলমোহর দেননি কেউই।
সম্প্রতি গিল আবার ইঙ্গিত দিয়েছেন তাঁর হৃদয়ে রয়েছেন সারা তেন্ডুলকর। না সরাসরি নয়। আসলে প্রেমের মাসে (ফেব্রুয়ারি), ভ্যালেন্টাইন্স ডে-র দিন শুভমন একটি ছবি টুইটারে পোস্ট করেছিলেন। যেখানে দেখা যায় কফি কাপে চুমুক দিচ্ছেন শুভমন। ক্যাপশনে গিল লেখেন, “আজকের দিনটা কী যেন?”
What day is it again? ? pic.twitter.com/bSkrWOezko
— Shubman Gill (@ShubmanGill) February 14, 2023
সেই ছবি থেকে দু’য়ে দু’য়ে চার বেশি করতে সময় নেননি নেটিজ়েনরা। আসলে গিলের ছবিটি লন্ডনের। ২০২১ সালের ৫ জুলাই সেই একই রেস্তরাঁয় একই টেবিলে এবং একই চেয়ারে বসে থাকা একটি ছবি পোস্ট করেছিলেন সারা তেন্ডুলকর। সেখান থেকেই সকলে আন্দাজ করে নিয়েছেন সচিনকন্যাই রয়েছেন শুভমনের হৃদয়ে। আসলে, সারার পোস্ট করা পুরনো ছবিটি ও ভ্যালেন্টাইন্স ডে-র দিন শুভমনের শেয়ার করা ছবির ব্যাকগ্রাউন্ডে ওই রেস্তরাঁয় একই মহিলা বসে ছিলেন। সেটিই জোরাল করছে, যে সারা ও শুভমন নিশ্চিতভাবে একসঙ্গে লন্ডনের রেস্তরাঁয় কোনও এক দিন কফি উপভোগ করেছিলেন।
View this post on Instagram





