Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

David Warner: ওয়ার্নারের টেস্ট কেরিয়ারের হতাশাজনক ইতি! এমনটাই আশঙ্কা প্রাক্তন অধিনায়কের

Ricky Ponting: দক্ষিণ আফ্রিকা সফরে শেষবারের জন্য টেস্টে ডাবল হান্ড্রেড করেছিলেন ডাভি। সেটি ছিল তাঁর জীবনের ১০০ তম টেস্ট। পন্টিং মনে করছেন এর পরের সিডনি টেস্টেই ওয়ার্নারের অবসর ঘোষণা করা উচিত ছিল।

David Warner: ওয়ার্নারের টেস্ট কেরিয়ারের হতাশাজনক ইতি! এমনটাই আশঙ্কা প্রাক্তন অধিনায়কের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 1:24 PM

সিডনি : সঠিক সময়ে থামতে জানাও একটা শিল্প। খুব কম মানুষই তা পারেন। এমন সময় অবসর নেওয়া, যখন সকলের মনে হবে, আরও কিছুদিন খেললে ভালো হত। তেমনটা হাতে গোনা কারও ক্ষেত্রে হয়। প্রত্যেক ক্রিকেটারের জীবনে একটি বিষাদময় সময় অবসর নেওয়া (Retirement)। কেউ কেউ নিজের কেরিয়ারে রাজার মতো ক্রিকেট খেলেন এবং সম্মানের সঙ্গে অবসর মেন। কেউ কেউ সমালোচিত হয়ে অবসর নিতে বাধ্য হন। ঠিক শেষের বাক্য়টির মতো অবস্থা অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের (David Warner)। খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। ভারত সফরে রান পাননি। তার ওপর কনুইয়ের চোট নিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই দেশে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকা সফরে শেষবারের জন্য টেস্টে ডাবল হান্ড্রেড করেছিলেন ডেভি। সেটি ছিল তাঁর জীবনের ১০০তম টেস্ট। ছন্দে না থাকা ওয়ার্নারের টেস্ট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে নানা মহলে। এ বিষয়ে এবার মুখ খুললেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। কী বললেন তিনি? TV9Bangla-য় বিস্তারিত।

দক্ষিণ আফ্রিকা সফরে কেরিয়ারের শততম টেস্টে ডাবল হান্ড্রেড। তারপরও খেলা চালিয়ে যাওয়ার পথই বেছে নেন। এখানেই বোধ হয় ভুল করেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন, এর পরের সিডনি টেস্টেই ওয়ার্নারের অবসর ঘোষণা করা উচিত ছিল। তাঁর মতে ১০১ তম টেস্টে অবসর ঘোষণা করলে সেটা অনেক বেশি সম্মানের হত। কিন্তু এ দিকে ওয়ার্নারের ইচ্ছা ২০২৪ অবধি ক্রিকেট খেলা। চোট নিয়ে দেশে ফিরেও এ কথা তিনি আবার বলেছেন। “আমি বরাবরই বলে এসেছি, ২০২৪ অবধি খেলা চালিয়ে যাব। নির্বাচকরা যদি মনে করেন টেস্টের জন্য আমি যোগ্য নই, তা হলে ওঁরা আমাকে বাদ দিতে পারেন। সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আমি ওডিআই ক্রিকেট মনোনিবেশ করব। আমার হাতে ১২ মাস সময় রয়েছে। এই সময়ে আমি চাই রান করে দলকে সাহায্য করতে” – সিডনিতে এক সাক্ষাৎকারে বলেন ওয়ার্নার।

এই বিষয়ে পন্টিংও নিজের মত জানিয়েছেন। অন্ততপক্ষে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপ ফাইনাল (যদি অস্ট্রেলিয়া যোগ্য়তা অর্জন করে) অবধি অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট ওয়ার্নারকে চায় বলে মনে করছেন ৪৮ বছরের অজি প্রাক্তনী। পন্টিং বলেন, “এটি সম্পূর্ণ ওর (ওয়ার্নারের) সিদ্ধান্ত। ব্যাটার হিসেবে একমাত্র রানই পারে তাকে ধনী বানাতে। আর যখন কেউ রান পাচ্ ছেনা, তখন তাঁকে সমালোচিত হতেই হবে”। ১০৩ টি টেস্ট ৮১৫৮ রান রয়েছে ডেভিড ওয়ার্নারের। রয়েছে ২৫ টি শতরান এবং ৩৪ টি অর্ধশতরান।