Andre Russell Profile: গম্ভীরের KKRএ ট্রাম্প কার্ড ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল
KKR, IPL 2024: ২০১২ সালে আইপিএলে পা পড়ে আন্দ্রে রাসেলের। ২০১২-১৩ মরসুম তিনি কাটান দিল্লি ডেয়ারডেভিলসে। আইপিএলে দিল্লির হয়ে দুই মরসুমে মোট ৭টি ম্যাচ খেলেছিলেন রাসেল। তাতে ৩৮ রান করেন আর নেন ১টি উইকেট। এরপর ২০১৪ সালের আইপিএলের আগে আন্দ্রে রাসেলকে কেনে কেকেআর। তারপর থেকে তিনি নাইটদের অন্যতম সেরা অস্ত্র।

কলকাতা: রাসেল দেখাবেন মাসেল পাওয়ার… দ্রে রাস ক্রিজে তো চিন্তা কিসের! আইপিএল (IPL) চলাকালীন কেকেআরের অনুরাগীরা বাড়তি বিশ্বাস করেন আন্দ্রে রাসেলকে (Andre Russell)। ক্যারিবিয়ান পাওয়ার হিটার কেকেআরকে (KKR) একাধিক ম্যাচ জিতিয়েছেন অতীতে। শুধু ব্যাট হাতে রাসেল ঝড় তুলতে ওস্তাদ, তেমনটা নয়। বল হাতেও বিপক্ষ শিবিরকে ছারখার করে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। দেখতে দেখতে এক দশক কেকেআরে কাটিয়ে ফেলেছেন রাসেল। ১৯৮৮ সালের ২৯ এপ্রিল জামাইকাতে জন্ম হয়েছিল রাসেলের। ৩৫ বছরের অলরাউন্ডার এখনও ২২ গজে নামলে গ্যালারিতে গর্জন ওঠে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ বার টি-২০ বিশ্বকাপ জিতেছেন রাসেল। ১৯ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় রাসেলের। ২০০৭ সালে জামাইকার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন রাসেল। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে রাসেল করেছেন ৬০৯ রান এবং নেন ৫৪টি উইকেট। সীমিত ওভারের ক্রিকেটে হাতেখড়ি হওয়ার আগে টেস্টের আঙিনায় পা দিয়েছিলেন রাসেল। অবশ্য একটি মাত্র টেস্টে খেলেছিলেন তিনি। ২০১০ সালের ১৫ নভেম্বর অভিষেক টেস্টে ২ রান করেছিলেন এবং ১টি উইকেট নিয়েছিলেন রাসেল। ২০১১ সালের ১১ মার্চ ওডিআই অভিষেক হয় রাসেলের। আর সে বছর ২১ এপ্রিল টি-২০ ফর্ম্যাটে অভিষেক হয় তাঁর। সেই থেকে রাসেল ম্যানিয়ার সাক্ষী থেকেছে ক্রিকেট প্রেমীরা। দেশের হয়ে ৫৬টি ওডিআই আর ৭৫টি টি-২০ ম্যাচ খেলেছেন।
২০১২ সালে আইপিএলে পা পড়ে আন্দ্রে রাসেলের। ২০১২-১৩ মরসুম তিনি কাটান দিল্লি ডেয়ারডেভিলসে। আইপিএলে দিল্লির হয়ে দুই মরসুমে মোট ৭টি ম্যাচ খেলেছিলেন রাসেল। তাতে ৩৮ রান করেন আর নেন ১টি উইকেট। এরপর ২০১৪ সালের আইপিএলের আগে আন্দ্রে রাসেলকে কেনে কেকেআর। তারপর থেকে তিনি নাইটদের অন্যতম সেরা অস্ত্র। দেখতে দেখতে ১০টা বছর নাইট জার্সিতে আইপিএলে কাটিয়ে দিয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল। কেকেআরের হয়ে ২০১৪ সাল থেকে ২০২৩ সাল অবধি মোট ১০৫টি ম্য়াচ খেলে ২২২৪ রান করেছেন রাসেল। এবং নিয়েছেন ৯৫টি উইকেট। ২০২৪ আইপিএলের নিলামের আগে রাসেলকে রিটেন করে রাখে কেকেআর। এ বারের আইপিএলে তিনি কত রান করেন এবং কত উইকেট নেন সে দিকেই নজর থাকবে রাসেল প্রেমী ও কেকেআরের ভক্তদের।
নাইট ফ্র্যাঞ্চাইজির হয়ে অন্য ক্রিকেট লিগেও খেলেন রাসেল। ক্যারিবিয়ান তারকা বছর ভর একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেন। এখনও যে তাঁর ব্যাটিং ও বোলিংয়ের ঝাঁঝ কমেনি তাঁর প্রমাণ দিয়েছেন। বছর দুয়েক জাতীয় দল থেকে দূরে থেকেও প্রত্যাবর্তন করেছেন। জানিয়ে দিয়েছেন ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পর তিনি অবসর নেবেন। হয়তো তারপরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলা চালিয়ে যাবেন।





