Sherfane Rutherford Profile: প্র্যাক্টিস ম্যাচে বরুণ-সূয়াশদের ছাতু করলেন ক্যারিবিয়ান ক্রিকেটার
KKR, IPL 2024: তাঁর নাম আইপিএলে খুব বেশি পরিচিত, তেমনটাও নয়। গত বছর আইপিএল নিলামে তিনি তো দলও পাননি। এ বার অবশ্য পেয়েছেন। বছর ২৫ এর এক ক্যারিবিয়ান ক্রিকেটার ২০১৯ সাল থেকে আইপিএলে খেলছেন। তবে তিনি ধারাবাহিকভাবে সুযোগ পান না। এ বার তাঁর নাইট জার্সিতে অভিষেক হওয়ার পালা।
কলকাতা: আইপিএলের (IPL) মঞ্চ তাঁর কাছে নতুন নয়। কিন্তু তাঁর নাম আইপিএলে খুব বেশি পরিচিত, তেমনটাও নয়। গত বছর আইপিএল নিলামে তিনি তো দলও পাননি। এ বার অবশ্য পেয়েছেন। বছর ২৫ এর এক ক্যারিবিয়ান ক্রিকেটার ২০১৯ সাল থেকে আইপিএলে খেলছেন। তবে তিনি ধারাবাহিকভাবে সুযোগ পান না। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল শেরফান রাদারফোর্ডের। এরপর ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের সদস্যও ছিলেন তিনি। কিন্তু MI শিবিরে থাকাকালীন একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদ জনি বেয়ারস্টোর বদলি হিসেবে টিমে নেয় শেরফান রাদারফোর্ডকে (Sherfane Rutherford)। মুম্বইয়ের মতো হায়দরাবাদ শিবিরেও রিজার্ভ বেঞ্চেই কাটান রাদারফোর্ড। এরপর ২০২২ সালে আরসিবি নিলামে কেনে তাঁকে। বিরাট কোহলির টিমে ৩টি ম্যাচ খেলেছিলেন ক্যারিবিয়ান তারকা। এ বার তাঁর নাইট জার্সিতে অভিষেক হওয়ার পালা।
২০২৪ সালের আইপিএলের নিলামে ১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে শ্রেয়স আইয়ারের কেকেআর কিনেছে শেরফান রাদারফোর্ডকে। নাইট শিবিরে যোগ দিয়েই ঝড় তোলা শুরু করেছেন তিনি। কেকেআরের প্র্যাক্টিস ম্যাচে অনবদ্য ব্যাটিং করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। এমনিতে ক্যারিবিয়ান ক্রিকেটাররা পেসারদের বিরুদ্ধে ভালো খেলেন। কেকেআরের প্র্যাক্টিস ম্যাচে রাদারফোর্ড অবশ্য শুধু পেসারদের বিরুদ্ধেই নয়, স্পিনারদের বিরুদ্ধেও দুরন্ত পারফর্ম করেন।
অনুশীলন ম্যাচে বরুণ চক্রবর্তী, সূয়াশ শর্মাদের বিরুদ্ধে বড় শট হাঁকাতেও দেখা যায় ক্যারিবিয়ান ক্রিকেটারকে। আইপিএলে ২০১৯ সালে অভিষেক হওয়ার পর এখনও অবধি মোট ১০টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অলরাউন্ডার শেরফান রাদারফোর্ড। তাতে করেছেন ১০৬ রান ও নিয়েছেন ১টি উইকেট। এ বার দেখার এই মরসুমে তিনি নাইট জার্সিতে খেলার সুযোগ পান কিনা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-২০ এবং ওডিআইতে খেলার অভিজ্ঞতা রয়েছে অলরাউন্ডার শেরফান রাদারফোর্ডের। ২০১৮ সালে তাঁর টি-২০ ফর্ম্যাটে অভিষেক হয়েছিল। ১২টি ম্যাচে ২১২ রান করেন তিনি। নেন ১টি উইকেট। আর ২০২৩ সালে তাঁর ওডিআই অভিষেক হয়েছে। তাতে করেছেন ৭২ রান এবং নিয়েছেন ১টি উইকেট।