IPL 2021: করোনাকে হারিয়ে দলে যোগ দিলেন অক্ষর
বাকি ক্রিকেটারদের মতোই মার্চের ২৮ তারিখ দিল্লি দলে যোগ দিয়েছিলেন অক্ষর প্যাটেল। হাতে ছিল নেগেটিভ রিপোর্ট। কিন্তু বিসিসিআইয়ের (BCCI) করোনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে অক্ষরের।
চেন্নাই: করোনাকে (Corona) হারালেন আরও একটা। কুড়ি দিনের আইসোলেশন পর্ব কাটিয়ে দলের সঙ্গে যোগ দিলেন দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) এর অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। দলের সঙ্গে যোগ দিতে পেরে খুশি অক্ষর জানিয়েছেন, টেস্ট অভিষেকের পর এটাই তার জীবনের সেরা মুহূর্ত। 27 বছরের অলরাউন্ডার এপ্রিল মাসের ৩ তারিখ করোনা সংক্রমিত হয়েছিলেন।
? | Smiles and hugs all around as Bapu returned to the DC camp ??
Oh, how we missed you, @akshar2026 ?
P.S. Kya challlaaaaa? ?#YehHaiNayiDilli #IPL2021 #DCAllAccess @OctaFX @ITCGrandChola pic.twitter.com/wRl1I1M5dW
— Delhi Capitals (@DelhiCapitals) April 22, 2021
বাকি ক্রিকেটারদের মতোই মার্চের ২৮ তারিখ দিল্লি দলে যোগ দিয়েছিলেন অক্ষর প্যাটেল। হাতে ছিল নেগেটিভ রিপোর্ট। কিন্তু বিসিসিআইয়ের (BCCI) করোনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে অক্ষরের। মৃদু উপসর্গ থাকায় তাকে পাঠিয়ে দেওয়া হয় বিসিসিআইয়ের তৈরি পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানেই কুড়ি দিন থাকলেন অক্ষর।
আইসোলেশন পর্বে হাতে কোনো কাজ নেই। অক্ষরের ভরসা ছিল তাই টেলিভিশন। টিভিতেই দলের সব ম্যাচ দেখেছেন। ভারতীয় দলের অলরাউন্ডার বলছেন, বিছানায় শুয়ে শুয়ে যখন দলের জয় দেখেছি নিজেকে ততটাই অনুপ্রাণিত করতে পেরেছি। এবারের লিগে আমরা বেশিরভাগ ম্যাচ জিতেছি। সেটাই যেন আমাকে বাড়তি মোটিভেশন দিচ্ছে। দলে যোগ দেওয়ার পর এমনই জানিয়েছেন, দিল্লি ক্যাপিটালসের বাঁহাতি অলরাউন্ডার।