AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sachin Tendulkar: ওয়াইড, নো বল ছাড়াই ৩ বলে ২৪! সচিনের এই রেকর্ড কীভাবে হল?

Amazing Cricket Record: তাহলে সচিনের রেকর্ড কীভাবে সম্ভব! ২০০২-০৩ মরসুমে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। সেই সফরেই এই রেকর্ড।

Sachin Tendulkar: ওয়াইড, নো বল ছাড়াই ৩ বলে ২৪! সচিনের এই রেকর্ড কীভাবে হল?
Image Credit: twitter
| Updated on: Jun 27, 2023 | 8:30 AM
Share

ক্রিকেটে কতই না রেকর্ড হয়। তেমনই কিছু মজার রেকর্ডও। কারও কাছে সেটা হতাশার। সদ্য তামিলনাডু প্রিমিয়ার লিগে ১ বলে ১৮ রানের রেকর্ড নজর কেড়েছিল। হতভাগ্য সেই বোলার অভিষেক তানওয়ার। তাঁর ক্ষেত্রে ওয়াইড, নো বল, ফ্রি-হিট নানা বিষয় ছিল। কিন্তু সচিন তেন্ডুলকর তিন বলে ২৪ রান করেছিলেন ওয়াইড, নো বল ছাড়াই! সচিন তেন্ডুলকর একমাত্র ব্যাটার যিনি টানা তিনটি লিগাল ডেলিভারিতে সবচেয়ে বেশি (২৪) রানের রেকর্ড গড়েছেন। কিন্তু কীভাবে সম্ভব? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হঠাৎ যদি বলা হয় তিন বলে ২৪ রান, প্রথমেই মাথায় আসবে ওয়াইড-নো বলের ব্যাপার। কিন্তু ওয়াইড-নো বল ছাড়া লিগাল তিনটি ডেলিভারিতেই ২৪ রান করেন সচিন তেন্ডুলকর। তাও আবার আন্তর্জাতিক ক্রিকেটেই। লিগাল ডেলিভারিতে সর্বাধিক ৬ রানই তো পারে! তাহলে সচিনের রেকর্ড কীভাবে সম্ভব! ২০০২-০৩ মরসুমে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। সেই সফরেই এই রেকর্ড। সচিনের কেরিয়ারের অন্যতম বিধ্বংসী ইনিংস দেখা গিয়েছিল নিউজিল্যান্ডে। ক্রাইস্টচার্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৭ বলে ৭২ রান করেছিলেন সচিন তেন্ডুলকর।

এই সফরে আইসিসি একটি ট্রায়াল দিয়েছিল। এই ম্যাচে অনেক নতুনত্ব দেখা গিয়েছিল একদিনের ম্যাচেই ১০ ওভারের দুটি ইনিংস করা হয়। ম্যাচের নাম রাখা হয়েছিল ‘ক্রিকেট ম্যাক্স ইন্টারন্যাশনাল’। ম্যাচে দু-দলই ১১-এর পরিবর্তে ১২ জন করে খেলিয়েছে। বোলারের পিছনের যে সাইটস্ক্রিন সেই জায়গাটুকুকে রাখা হয়েছিল ‘ম্যাক্স জোন’ হিসেবে। এখানে শট মারতে পারলে ডবল রান পাওয়া যাবে। অর্থাৎ বাউন্ডারি মারলে ৮ রান। ওভার বাউন্ডারি মারলে ১২।

টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৩ রান করে। ওপেনিংয়ে নেমে মাস্টারব্লাস্টারের বিধ্বংসী ইনিংস। মোট ২৭ বলে ৭২ রান। এর মধ্যে টানা তিন বলে তিনি চার, ছয় এবং ২ রান নেন। অর্থাৎ ১২ রান। কিন্তু তিনটি বলই ছিল ম্যাক্স জোনে। সে কারণেই ডবল রান। এ ভাবেই তিন বলে ২৪ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টানা তিন বলে ২৪ রানের রেকর্ডও গড়েছিলেন মাস্টারব্লাস্টার।