IND vs ENG: টার্নিং পিচে ইংল্যান্ডের সবচেয়ে বড় আতঙ্ক রবীন্দ্র জাডেজা, কেন জানেন?
India vs England Test Series: র্যাঙ্ক টার্নার যদি হয়, ভারতীয় স্পিন আক্রমণে সবচেয়ে ভয়ঙ্কর কে হয়ে উঠতে পারেন? যে তিনজনই সুযোগ পাক, তিনজনই ভয়ঙ্কর। কিন্তু ইংল্যান্ড শিবিরকে বাড়তি আতঙ্কে রাখবে রবীন্দ্র জাডেজার বোলিং। তবে সেটা তাঁর টার্নিং ডেলিভারির জন্য নয়। রবীন্দ্র জাডেজা স্পিনার। খুব সহজ বোলিং অ্যাকশন। এক পা হেঁটেই ডেলিভারি। দ্রুত ওভার শেষ করতে পারেন। তাঁর গতির হেরফের যে কোনও ব্যাটারের আতঙ্ক।
কলকাতা: বোর্ড পরীক্ষায় সিলেবাসের বাইরের কোনও প্রশ্ন এলে কেমন লাগে? অস্বস্তি, বিরক্তি হয়। সঙ্গী ব্যর্থতার ভয়। ইংল্যান্ড শিবিরেও এমন কিছু হবে না তো? ভারত সফরে আসার আগে ইংল্যান্ড ক্রিকেটাররা আবু ধাবিতে শিবির করেছে। মূল নজর ছিল টার্নিং পিচে ভারতকে কী ভাবে সামলাতে হবে। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব। আপাতত প্রথম দু-ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। আর এই স্কোয়াডে চারজন স্পিনার। এঁদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন রবীন্দ্র জাডেজাই। কেন জানেন? এর বিশেষ কারণও রয়েছে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে ভারত র্যাঙ্ক টার্নারে ইংল্যান্ডকে স্বাগত জানাবে, এমনটাই প্রত্যাশিত। প্রতিটি দলই ঘরের মাঠের অ্যাডভান্টেজ নেয়। ভারতই বা নেবে না কেন? সদ্য দক্ষিণ আফ্রিকা সফরের কথা মনে পড়ে? কেপটাউনে দেড়দিনেরও কম সময়ে শেষ হয়েছিল টেস্ট ম্যাচ। ক্রিকেট ইতিহাসের ক্ষুদ্রতম টেস্ট। প্রথম দিনই পড়েছিল ২৩ উইকেট! পিচ নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারতে এসে যেন কোনও দল পিচ অতিরঞ্জিত সমালোচনা না করে। বাকিরা যদি ঘরের মাঠের সুবিধা নেয়, ভারতে এলে এত সমস্যা কেন দলগুলির?
র্যাঙ্ক টার্নার যদি হয়, ভারতীয় স্পিন আক্রমণে সবচেয়ে ভয়ঙ্কর কে হয়ে উঠতে পারেন? যে তিনজনই সুযোগ পাক, তিনজনই ভয়ঙ্কর। কিন্তু ইংল্যান্ড শিবিরকে বাড়তি আতঙ্কে রাখবে রবীন্দ্র জাডেজার বোলিং। তবে সেটা তাঁর টার্নিং ডেলিভারির জন্য নয়। রবীন্দ্র জাডেজা স্পিনার। খুব সহজ বোলিং অ্যাকশন। এক পা হেঁটেই ডেলিভারি। দ্রুত ওভার শেষ করতে পারেন। তাঁর গতির হেরফের যে কোনও ব্যাটারের আতঙ্ক। কখনও ৮৫-৯০কিমি/ঘণ্টায় ডেলিভারি আবার কখনও সেটা ছাপিয়ে যায় ১০৫-এর বেশি! জাডেজার ভয়ঙ্কর অস্ত্র আর্ম বল। লাগাতার উইকেট সোজা বলতে পারেন। ব্যাটার হয়তো টার্নের জন্য খেললেন, কিন্তু সেই ডেলিভারি সোজা গেল! এতেই বিপদ।
এই অস্ত্র রয়েছে অক্ষর প্যাটেলেরও। তবে রবীন্দ্র জাডেজা অভিজ্ঞতায় অনেক এগিয়ে। ইংল্যান্ডের কাছে টার্নিং ডেলিভারির চেয়েও বড় পরীক্ষা, যে বল টার্ন করবে আন্দাজ করলেও, আদতে টার্ন করবে না। ইংল্যান্ড ব্যাটাররা কি সেই প্রস্তুতি সেরেছেন?