IND vs ENG: উপ্পলে বেন স্টোকসদের জন্য তৈরি থাকছে স্পিনের ফাঁদ!
India vs England Test Series, Rahul Dravid: স্পিন আক্রমণ বিরুদ্ধে লড়াই করতে পারবে ইংল্যান্ড? বেন স্টোকসদের নিয়ে কিন্তু পরিকল্পনা পরিষ্কার করে দিয়েছেন রাহুল দ্রাবিড়। প্রেস মিটে রাহুলের কাছে জানতে চাওয়া হয়, উপ্পলে কত দ্রুত বল ঘুরতে করবে? ৫ টেস্টের সিরিজের প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। যারা জিতবে, তারা মানসিক ভাবে এগিয়ে যেমন যাবে, তেমনই বাকি সিরিজের জন্য আত্মবিশ্বাস অর্জন করে ফেলবে। যে কারণে হায়দরাবাদ টেস্টকে অসম্ভব গুরুত্ব দিচ্ছেন রাহুল দ্রাবিড়।

হায়দরাবাদ: জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ থাকছেন। কিন্তু হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জেতানোর দায়ভার থাকবে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের উপর। সে কথা মাথায় রেখেই উপ্পলে বেন স্টোকসদের জন্য তৈরি থাকছে স্পিনের ফাঁদ। ভারতীয় টিমের কোচ রাহুল দ্রাবিড়ও তা কবুল করে গেলেন প্রেস মিটে এসে। ব্রেন্ডন ম্যাকালামের কোচিংয়ে ১৯টার মধ্যে ১৩টাতে জিতেছে ইংল্যান্ড। কিন্তু ভারত সফর যে সহজ হবে না ভালো করেই জানে ইংলিশ টিম। ২০১২ সালের পর আর ভারতের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি তারা। স্পিন আক্রমণ বিরুদ্ধে লড়াই করতে পারবে ইংল্যান্ড? বেন স্টোকসদের নিয়ে কিন্তু পরিকল্পনা পরিষ্কার করে দিয়েছেন রাহুল দ্রাবিড়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রেস মিটে রাহুলের কাছে জানতে চাওয়া হয়, উপ্পলে কত দ্রুত বল ঘুরতে করবে? জবাবে ভারতের কোচ বলেছেন, ‘এটা বলা মুশকিল কত দ্রুত বল ঘুরবে। আমি একবারই পিচ দেখেছি। দেখে ভালোই মনে হয়েছে। সামান্য স্পিনও করবে। তবে কতটা দ্রুত, কতটা তাড়াতাড়ি, তা বলা আমার পক্ষে সম্ভব নয়। এটা ঠিক যে, খেলা গড়াতে শুরু করলে বলও ঘুরবে।’
বেন স্টোকসের টিমকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন দ্রাবিড়। তাঁর কথায়, ‘ওরা কিন্তু সম্প্রতি টেস্টে ভালো খেলছে। তবে এটাও জানি যে, ভারতের পরিবেশে খেলাটা ওদের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা জানি আমাদের কন্ডিশন। ভারতীয় বোলিংয়ে প্রচুর অভিজ্ঞতাও আছে। ভারতীয় টিম যে চাপে থাকবে, তা জানি। তার মধ্যে টিম কী ভাবে পারফর্ম করে, দেখার অপেক্ষায় থাকলাম। আশা করি ভালোই হবে।’ ৫ টেস্টের সিরিজের প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। যারা জিতবে, তারা মানসিক ভাবে এগিয়ে যেমন যাবে, তেমনই বাকি সিরিজের জন্য আত্মবিশ্বাস অর্জন করে ফেলবে। যে কারণে হায়দরাবাদ টেস্টকে অসম্ভব গুরুত্ব দিচ্ছেন রাহুল দ্রাবিড়।





