Rohit Sharma: বাংলাদেশের কাছে হার, কোনও অজুহাত চান না রোহিত
Asia Cup 2023, IND vs BAN: টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। ওয়ান ডে ফরম্যাটে তাঁর মতো একজন ফিনিশার চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এ দিন দারুণ সুযোগ ছিল সূর্যর কাছে। বিরাট, হার্দিকরা খেললে সূর্য সুযোগ পেতেন না। সে কারণেই তাঁর থেকে প্রত্যাশাও ছিল বেশি। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৩৪ বলে ২৬ রান, একেবারেই সূর্য-সুলভ নয়। হতাশ করলেন লোকেশ রাহুলও।
কলম্বো: টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে সুযোগ ছিল। ফাইনাল নিশ্চিত। ফলে একাদশে পাঁচটি পরিবর্তন করেছিলেন রোহিত শর্মা। লক্ষ্য ছিল বাকিদেরও ম্যাচ প্র্যাক্টিস দেওয়া। সেটা দিতে পারলেন। তবে তাঁদের থেকে প্রাপ্তি তেমন কিছু নেই। টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে সীমিত সুযোগে অনবদ্য পারফর্ম করেছেন তিলক ভার্মা। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বলেছিলেন তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে রাখার জন্য। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে কোনও অফস্পিনার নেই। তিলক থাকলে মিডল অর্ডারে বাঁ হাতি ব্যাটারের বিকল্প বাড়বে, তেমনই অফস্পিনারেরও। এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয় তাঁকে। অভিষেক ম্যাচে ভরসা দিতে পারলেন না। সবচেয়ে হতাশার সূর্যকুমার যাদবের পারফরম্যান্স। ম্যাচ শেষে কী বললেন অধিনায়ক রোহিত শর্মা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। ওয়ান ডে ফরম্যাটে তাঁর মতো একজন ফিনিশার চাইছে টিম ম্যানেজমেন্ট। এ দিন দারুণ সুযোগ ছিল সূর্যর কাছে। বিরাট, হার্দিকরা খেললে সূর্য সুযোগ পেতেন না। সে কারণেই তাঁর থেকে প্রত্যাশাও ছিল বেশি। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৩৪ বলে ২৬ রান, একেবারেই সূর্য-সুলভ নয়। হতাশ করলেন লোকেশ রাহুলও। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাবর্তন ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু স্লো পিচে তাঁর সমস্যা আবারও ফুটে উঠল। শ্রীলঙ্কার বিরুদ্ধে রান পাননি। বাংলাদেশের বিরুদ্ধে অফস্পিনার মেহদির বলে ফিরলেন ৩৯ বলে মাত্র ১৯ রানে!
একাদশে এত কেন পরিবর্তন? অধিনায়ক রোহিত শর্মার পরিষ্কার জবাব, ‘কোনও অজুহাত দিতে চাই না। বাকিদের ম্যাচ প্র্যাক্টিস দিতে চেয়েছিলাম। যাতে ওদের প্রস্তুত রাখা যায়। তবে দায়সারা ভাবে খেলার কোনও ইচ্ছে ছিল না। যাদের সুযোগ দিয়েছি, তাদের অনেকেই বিশ্বকাপে খেলবে। অক্ষর দুর্দান্ত ব্যাটিং ব্যাটিং করেছে। দুর্ভাগ্যবশত ম্যাচটা ফিনিশ করে আসতে পারল না। ওর খেলার মধ্যে অনেক ইতিবাচক দিক পাওয়া গেল। বাংলাদেশ বোলারদের কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত পারফর্ম করেছে।’
সব কিছুর মধ্যে ওপেনিং সঙ্গীর কথা ভুলছেন না রোহিত। এই ম্যাচে ভারতের প্রাপ্তি শুভমন গিলের সেঞ্চুরি। ১৩৩ বলে ১২১ রান করেন এই তরুণ ওপেনার। রোহিতও বলছেন, ‘ভুললে চলবে না শুভমনের সেঞ্চুরিটা কিন্তু অনবদ্য। ও কী ভাবে খেলতে চায়, স্বচ্ছ ধারনা রয়েছে। নিজের ভূমিকা সম্পর্কে পরিষ্কার। গত এক বছর ওর ফর্ম অনবদ্য। নতুন বলে দুর্দান্ত। ওর জন্য কোনও ঐচ্ছিক অনুশীলনের প্রয়োজন পড়ে না।’