Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ‘প্রতিপক্ষ ক্যাপ্টেনের রাতের ঘুম কেড়ে নিতে পারে রোহিত’, কে বললেন এ কথা?

ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) বর্তমানে জাতীয় দল থেকে দূরে রয়েছেন। চলতি এশিয়া কাপে তিনি খেলার সুযোগ পাননি। আসন্ন ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে অশ্বিন জায়গা পাননি। এরই মাঝে নিজের ইউটিউব চ্যানেলে তাঁর সতীর্থর সঙ্গে ভারতীয় ক্রিকেটের ফিনিশার নিয়ে আলোচনার পুরনো স্মৃতি তুলে ধরেছেন।

Rohit Sharma: 'প্রতিপক্ষ ক্যাপ্টেনের রাতের ঘুম কেড়ে নিতে পারে রোহিত', কে বললেন এ কথা?
Rohit Sharma: 'রোহিত প্রতিপক্ষ ক্যাপ্টেনের রাতের ঘুম কেড়ে নিতে পারে', কে বললেন এ কথা? Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 12:23 AM

নয়াদিল্লি: বছরের পর বছর ধরে ভারতীয় ক্রিকেটে একের পর এক প্রতিভার উত্থান হয়েছে। ক্রিকেট প্রেমীরা সাক্ষী থেকেছেন একাধিক তারকা ক্রিকেটারের দুরন্ত সব ইনিংসের। ভারতীয় ক্রিকেটের অন্যতম ফিনিশার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বছর ৫-৬ আগে অবশ্য এ কথা মানেননি ভারতের এক তারকা ক্রিকেটার। ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) বর্তমানে জাতীয় দল থেকে দূরে রয়েছেন। চলতি এশিয়া কাপে তিনি খেলার সুযোগ পাননি। আসন্ন ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup) স্কোয়াডে অশ্বিন জায়গা পাননি। এরই মাঝে নিজের ইউটিউব চ্যানেলে তাঁর সতীর্থর সঙ্গে ভারতীয় ক্রিকেটের ফিনিশার নিয়ে আলোচনার পুরনো স্মৃতি তুলে ধরেছেন। সেখানে তিনি জানান, তাঁর এক সতীর্থ বলেছিল ‘প্রতিপক্ষ ক্যাপ্টেনের রাতের ঘুম কেড়ে নিতে পারে রোহিত’। অশ্বিনকে কে বলেছিলেন এ কথা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

স্মৃতির ঝাঁপি উল্টে অশ্বিন জানান, ৫-৬ বছর আগে বিরাট কোহলি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর মতে ডেথ ওভারে যে কোনও ক্যাপ্টেনের কাছে সবচেয়ে আতঙ্কের কে হতে পারেন? আমি বলেছিলাম মহেন্দ্র সিং ধোনি? কোহলি উত্তর দেয়, রোহিত শর্মা। অশ্বিনের কথায়, ‘বছর ৫-৬ আগে রোহিত এক সময় ব্যাটিং করছিল। তখন আমার আর বিরাটের মধ্যে একটা আলোচনা হচ্ছিল। কোন ম্যাচ সেটা মনে নেই। রোহিতের ব্যাটিং দেখে আমার মনে হচ্ছিল কোথায় ওকে বল করা যায়? রোহিত যদি ১৫-২০ ওভার খেলে নেয় আর সেট হয়ে যায় তা হলে ওকে আর কোথায় বল করা দরকার বোঝা যায় না। এরপরই বিরাট আমাকে জিজ্ঞাসা করে যে কোনও প্রতিপক্ষ অধিনায়কের রাতের ঘুম কেড়ে নিতে পারেন কে?’

অশ্বিন জানান, বিরাটের ওই প্রশ্নের উত্তরে তিনি মহেন্দ্র সিং ধোনি বলেন। কিন্তু বিরাট বলেন রোহিতের নাম। এরপর অশ্বিন যখন বিরাটের থেকে তার কারণ জানতে চান উত্তরে তিনি বলেন, ‘কারণ ওকে কোথায় বল করা দরকার তা তুমি বুঝতেই পারবে না।’ ডেথ ওভারে রোহিতের বিরুদ্ধে বল করা যে বড় চ্যালেঞ্জ, এ নিয়ে অশ্বিন বলেন, ‘টি-টোয়েন্টিতে ১৬তম ওভারের শেষে যদি রোহিত শর্মা ব্যাটিং করেন, আপনি কোথায় বল করবেন? এর কাছে সব বলের শট তৈরি এবং আমার মনে আছে একবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ও অসাধারণ এক ইনিংস খেলেছিল। যা বিরাট কোহলি কখনও ভুলতে পারবে না। রোহিতের কাছে সব রকম শট রয়েছে। যা খুব অনায়াসেই দেখা যায় রোহিতের ব্যাটে।’