AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PCB-ICC: এশিয়া কাপে খেলবে পাকিস্তান, আইসিসিকে ফের চিঠি বোর্ডের

India vs Pakistan, Asia Cup 2025: আজ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। আরব আমির শাহির বিরুদ্ধে জিতলে সুপার ফোরে ভারতের পাশাপাশি জায়গা করে নেবে পাকিস্তানও। হারলে এ বারের মতো টুর্নামেন্টে অভিযান ইতি। ম্যাচের আগে দ্বিতীয় বার আইসিসিকে চিঠি লিখল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

PCB-ICC: এশিয়া কাপে খেলবে পাকিস্তান, আইসিসিকে ফের চিঠি বোর্ডের
Image Credit: PTI
| Updated on: Sep 17, 2025 | 2:03 PM
Share

ভারত-পাকিস্তান ম্যাচের রেশ এখনও কাটেনি। বরং ক্রমশ জটিলতা বাড়িয়েই চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের কাছে গ্রুপের ম্যাচে দুরমুশ হওয়ার পর প্রবল চাপে পাকিস্তান। কিন্তু পারফরম্যান্সের চেয়ে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে বেশি আলোচনায় তারা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে টুর্নামেন্ট থেকে সরানোর দাবি তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোরও হুমকি। আজ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। আরব আমির শাহির বিরুদ্ধে জিতলে সুপার ফোরে ভারতের পাশাপাশি জায়গা করে নেবে পাকিস্তানও। হারলে এ বারের মতো টুর্নামেন্টে অভিযান ইতি। ম্যাচের আগে দ্বিতীয় বার আইসিসিকে চিঠি লিখল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এমনিতেই বিতর্ক ছিল। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল পাকিস্তান। তাদের বিরুদ্ধে কেন ক্রিকেট খেলা হচ্ছে এই নিয়ে দেশের অভ্যন্তরে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। সরকারের নির্দেশিকা মেনেই টিম নামানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিতর্ক শুরু হয় টস থেকেই। টসের পর সাধারণত দু-দলের ক্যাপ্টেন সৌজন্যমূলক হাত মেলান। যদিও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাননি। শুধু তাই নয়, ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার সময়ও তাই করেন সূর্য। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মধ্যে হাত মেলানোর পর ড্রেসিংরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। পুরস্কার বিতরণে সূর্যকুমার যাদব পরিষ্কার করে দেন, ভারতের এই জয় পহেলগাঁওয়ে প্রাণ হারানো সকলের জন্য। পাশাপাশি ভারতীয় সেনাকেও জয় উৎসর্গ করেন।

পাকিস্তান ক্য়াপ্টেন সলমন আলি আঘা ম্যাচের পর পুরস্কার বিতরণে আসেননি। তা নিয়েও বিতর্ক তৈরি হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড হুঁশিয়ারি দিয়েছিল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর। পাশাপাশি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণ চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে মেইলও করেছিল। আইসিসি যদিও পাক বোর্ডের দাবিকে পাত্তা দেয়নি। পাকিস্তান টিম টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নিয়েছে। যদিও পাক বোর্ডের তরফে ফের দাবি তোলা হয়েছে অ্যান্ডি পাইক্রফ্টকে সরানোর।