Suryakumar Yadav: ফোন অফ, ঘুম; সমালোচনা নিয়ে মজার জবাব সূর্যকুমার যাদবের
India vs Pakistan, Asia Cup 2025: আগামীতেও সেনাকে গর্বিত করার মতো পারফর্ম করার আশ্বাসও দেন সূর্য। পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটারই সূর্যদের আচরণকে অখেলোয়াড়চিত উল্লেখ করেন। যা নিয়ে শোরগোলও পড়ে যায়। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সমালোচনা প্রসঙ্গে মজার উত্তর ভারত অধিনায়কের।

আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে গত ম্যাচের প্রসঙ্গ উঠবে সেটাই স্বাভাবিক। গ্রুপের ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করেছে ভারত। যদিও অনেক বেশি আলোচনায় সেই ম্যাচের পরোক্ষ ঘটনা নিয়ে। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর প্রথম বার বাইশগজে মুখোমুখি হয়েছিল ভারত। সূর্যকুমার যাদব টসের পর পাকিস্তান ক্যাপ্টেন সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি। এমনকি ম্যাচ জিতিয়েও হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্য ও শিবম দুবে। সতীর্থদের সঙ্গে হাত মিলিয়ে ড্রেসিংরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। সূর্যকুমার যাদব পরিষ্কার বলেন, এই জয় ভারতীয় সেনার জন্য। আগামীতেও সেনাকে গর্বিত করার মতো পারফর্ম করার আশ্বাসও দেন সূর্য। পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটারই সূর্যদের আচরণকে অখেলোয়াড়চিত উল্লেখ করেন। যা নিয়ে শোরগোলও পড়ে যায়। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সমালোচনা প্রসঙ্গে মজার উত্তর ভারত অধিনায়কের।
গ্রুপে তিনটি ম্যাচেই জিতেছে ভারত। এ বার সুপার ফোরে প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ককে মাঠের বাইরের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। সূর্যকুমার যাদব মাঠের বাইরের নানা আলোচনা কী ভাবে সামলান সেই প্রসঙ্গে ওঠে। সূর্যর মজার উত্তর, ‘হোটেলের রুমের দরজা বন্ধ, ফোন অফ করে ঘুম। আমার মতে এটাই সেরা উপায়। একেক সময় এটা বলা সহজ কিন্তু করা কঠিন। প্রচুর বন্ধু রয়েছে। তাদের সঙ্গে ডিনারেও যেতে হয়। সতীর্থদের মধ্যে অনেকে থাকেন তারা এই বিষয়গুলো উপভোগও করেন। সবসময় সবকিছু এড়িয়ে যাওয়া সত্য়িই কঠিন।’
তা হলে কি কোনও সমালোচনাই কানে আসে না? এড়িয়ে যাননি সূর্য। অনেক কিছু শুনলেও সব কিছু মনে রাখতে নারাজ। ভারত অধিনায়কের পরিষ্কার জবাব, ‘মাঠের বাইরের সবকিছুই যে আমরা এড়িয়ে যেতে পারি তা নয়। এমন কিছুই মনে রাখি যেগুলো আমাদের জন্য পজিটিভ দিক। অর্থাৎ কেউ হয়তো আমাদের খেলা নিয়ে কিছু পরামর্শ দিলেন, সেগুলো আমাদের উন্নতির জন্য কাজে লাগতে পারে। সুতরাং, প্রয়োজনীয় বিষয় ছাড়া বাকিগুলি এড়িয়ে যাওয়াই শ্রেয়।’ পাকিস্তান ম্যাচের আগে সতীর্থরা মানসিক ভাবে দুর্দান্ত জায়গায় রয়েছে, পরিষ্কার করে দেন সূর্যকুমার যাদব।
