Suryakumar Yadav: ওমান প্লেয়ারদের সঙ্গে সুন্দর সময় সূর্যর, পাকিস্তানকে বুঝিয়ে দিলেন স্পোর্টসম্যান স্পিরিট
India vs Pakistan, Asia Cup 2025: ম্যাচের পরও হাত মেলাননি পাকিস্তান প্লেয়ারদের সঙ্গে। যা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। সূর্যকুমার যাদব অবশ্য নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওমান ম্যাচের পর নিজের আচরণে সেই জবাবও দিয়ে দিলেন সূর্যকুমার যাদব।

এশিয়া কাপে গ্রুপের তিন ম্যাচেই জয়। গ্রুপ এ থেকে শীর্ষস্থানে ভারত। সুপার ফোর আগেই নিশ্চিত হয়েছিল। সব ম্যাচ জিতে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিয়েছে ভারতীয় দল। আজ থেকে শুরু সুপার ফোর পর্ব। ভারত নামছে কাল। সুপার ফোরে ভারতের প্রথম প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গ্রুপের ম্যাচের বিতর্ক এখনও অবশ্য তরতাজা। গ্রুপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে টসের পর প্রতিপক্ষ ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচের পরও হাত মেলাননি পাকিস্তান প্লেয়ারদের সঙ্গে। যা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। সূর্যকুমার যাদব অবশ্য নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওমান ম্যাচের পর নিজের আচরণে সেই জবাবও দিয়ে দিলেন সূর্যকুমার যাদব।
গ্রুপের প্রথম ম্যাচে আরব আমির শাহির বিরুদ্ধে খেলেছিল ভারত। সেই ম্যাচে সহজ জয়। পাকিস্তানকেও ৭ উইকেটে দুরমুশ করে। সেই নিরিখে বলতে গেলে পাকিস্তানের তুলনায় ওমান বেশি চ্যালেঞ্জের সামনে ফেলেছে ভারতের বিরুদ্ধে। যতই জসপ্রীত বুমরা না খেলুন কিংবা সূর্যকুমার যাদব ব্যাট হাতে না নামুন, ওমান ক্রিকেটারদের পারফরম্যান্স মন ছুঁয়ে যাওয়ার মতোই। সেটা ব্যাটিং-বোলিং হোক কিংবা ফিল্ডিংয়ে। ওমান প্রশংসনীয় ক্রিকেট খেলেছে। আর তাঁদের কুর্নিশ জানাতে ভোলেননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
ম্যাচ শেষ হতেই ওমান প্লেয়ারদের নিয়ে হাডল করেন ভারতের ক্য়াপ্টেন। প্লেয়ারদের সঙ্গে কথা বলেন, তাঁদের প্রেরণা জোগান। এরপর ছবিও তুলতে দেখা যায়। বিশ্ব চ্যাম্পিয়ন তথা টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর দলের ক্যাপ্টেনের থেকে এমন আচরণে মুগ্ধ ওমানের ক্রিকেটাররাও। ওমানে একাধিক ভারতীয় বংশোদভূত ক্রিকেটারও রয়েছেন। সূর্যর পরামর্শ পেয়ে উচ্ছ্বসিত সকলেই। স্পোর্টসম্যান স্পিরিট কাকে বলে, সূর্যকুমার যাদব এই আচরণেই বুঝিয়ে দেন।
