Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2024: ভিডিয়ো: অক্ষর প্যাটেল হঠাৎ যেন বাজপাখি, ‘ভুল’ হাতে নিলেন উড়ন্ত ক্যাচ

India vs Australia: ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের খেতাব জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এ বার রোহিত শর্মার দল যদি সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে না হারাতে পারত, তা হলে ভারতের সেমিফাইনালে ওঠাই হত না। তা অবশ্য হয়নি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে পা রেখেছে টিম ইন্ডিয়া।

T20 World Cup 2024: ভিডিয়ো: অক্ষর প্যাটেল হঠাৎ যেন বাজপাখি, 'ভুল' হাতে নিলেন উড়ন্ত ক্যাচ
ভিডিয়ো: অক্ষর প্যাটেল হঠাৎ যেন বাজপাখি, 'ভুল' হাতে নিলেন উড়ন্ত ক্যাচImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Jun 25, 2024 | 12:38 AM

কলকাতা: অজি হার্ডল পেরিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল রোহিত ব্রিগেড। সেন্ট লুসিয়াতে সুপার এইটের সুপার ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। টস হেরে প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া। ভারতের দেওয়া ২০৬ রানের টার্গেট তাড়া করতে পারেনি অজিরা। ২৪ রানে ম্যাচ জিতে বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালের টিকিট হাতে পেয়েছেন রোহিত-অর্শদীপরা। এই ম্যাচে একাধিক মুগ্ধ করা শট এসেছে রোহিত শর্মার ব্যাটে। তেমনই ফিল্ডিংয়ে অনবদ্য পারফর্ম করতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। বিশেষ করে বলতে হয় ভারতীয় ক্রিকেটের বাপুর কথা। অক্ষর প্যাটেল ‘ভুল’ হাতে নিয়েছেন এক অনবদ্য ক্যাচ। ‘ভুল’ কেন?

পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে আসেন কুলদীপ যাদব। ম্যাচের গুরুত্বপূর্ণ পর্ব শুরু এই ওভার থেকেই। কুলদীপের স্পেলের দ্বিতীয় ওভারের শেষ বল। বাউন্ডারি লাইনের অনেকটা এগিয়ে ছিলেন অক্ষর প্যাটেল। অজি ক্যাপ্টেন মিচেল মার্শের শট ছয় হওয়ার অপেক্ষা। এমন সময় জাম্প অক্ষরের। এক হাতে অবিশ্বাস্য ক্যাচ নেন তিনি। তাও আবার ডান হাতে! বাঁ হাতি অক্ষরের পক্ষে ডান হাতে এমন ক্যাচ ব্রিলিয়ান্ট বললেও কম বলা হয়। তিনি যেহেতু বাঁ হাতি, তাই ডান হাতে ওই ক্যাচ তালুবন্দি করায় ‘ভুল’ হাতের প্রসঙ্গ উঠেছে।

বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল অক্ষর প্যাটেলের ওই এক হাতে ক্যাচ নেওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যা ভাইরাল হয়েছে। এবং যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘অক্ষর, আমাকে লোকে সুপারম্যান বলে। অক্ষর প্যাটেল অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনকে এক দারুণ ক্যাচ নিয়ে আউট করেছেন। এবং কুলদীপ যাদব সুপার রাইভালরিতে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিয়েছিলেন।’

অক্ষর প্যাটেলের শুধু ফিল্ডিং নিয়ে বললেই চলবে না। তাঁর বোলিং নিয়েও বলতেই হয়। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৩ ওভার বল করেন। ২১ রানের বিনিময়ে ১টি উইকেটও তোলন। এই ম্যাচে তিনি ৯টি ডট বল করেছেন। এবং ২টি চার ও ১টি ছয় খেয়েছেন।