নিউজিল্যান্ড সিরিজ থেকেই মাঠে ফিরছে দর্শক
এখন দেশ ভ্যাকসিনে ১০০ কোটির গণ্ডি পার করেছে। তাই দর্শক ফেরাটা স্বাভাবিক ছন্দের পথে আরও একটা একধাপ এগিয়ে যাওয়া বলেই মনে করছে ক্রিকেট মহল।
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
শুক্রবার রাজ্যে লোকাল ট্রেন চালুর কথা জানিয়েছে রাজ্য সরকার। স্বাভাবিক ছন্দে ফেরার পথে আরও একটা ধাপ বলা যায়। সেই পথে এ বার এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। বিশ্বকাপের পর ভারতের মাটিতে টি-২০ ও টেস্ট সিরিজ খেলতে আসছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। আর এই সিরিজ থেকেই মাঠে আবার দর্শক (fans) ফেরানোর ভাবনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। দেশে করোনা সংক্রমণ এখন অনেকটই নিয়ন্ত্রণে। তাই ভারতীয় ক্রিকেটও স্বাভাবিক ছন্দে হাঁটার পথে আরও একটা ধাপ এগিয়ে যাওয়ার ভাবনা চিন্তা শুরু করেছে। টি-২০ বিশ্বকাপের ফাইনাল ১৪ নভেম্বর। তার তিন দিন পর অর্থাত্ ১৭ নভেম্বর ভারত নিউজিল্যান্ড সিরিজ শুরু। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ জায়পুরের মান সিং স্টেডিয়ামে। সেই ম্যাচ থেকে ভারতীয় ক্রিকেট ফিরে পেতে পারে প্রাণ। তবে এখনই হাউস ফুল স্টেডিয়ামের ভাবনা নেই বিসিসিআইয়ের। তার বদলে কোভিড (COVID-19) বিধি মেনে কি ভাবে দর্শকদের মাঠে আনা যায়, তার রূপরেখা তৈরির কাজ শুরু করেছে ভারত। সূত্রের খবর, ভারত নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ যে যে স্টেডিয়ামে হবে সেই সব রাজ্য সংস্থার সঙ্গেও কথা বলা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
ভারত নিউজিল্যান্ড সিরিজের একটি ম্যাচ হবে কলকাতাতেও (Kolkata)। টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ হবে ইডেনে (Eden Gardens)। ২১ নভেম্বর রবিবার। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেই ম্যাচেও দর্শক থাকতে পারে। যদিও বাংলায় করোনা সংক্রমণ পূজোর পর থেকে কিছুটা বাড়তে শুরু করেছে। এই অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জমায়েতে বিপদ দেখতে পাচ্ছেন। তবে চিকিত্সকদের একটা অংশ মনে করছে বর্তমানে সংক্রমণ বাড়লেও সেটা চলতি মাসের শেষের মধ্যেই আবার নিয়ন্ত্রণে চলে আসতে পারে। সব থেকে বড় দায়িত্ব নিতে হবে জনগনকেই। তাই ইডেনে দর্শক উপস্থিতি নিয়ে একটা আশঙ্কা থেকে যেতেই পরে। তবে বোর্ড সূত্রে খবর নির্দিষ্ট সংখ্যাক দর্শককেই মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে। সঙ্গে নিশ্চই থাকবে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট বা আরটিপিসের নেগেটিভ রিপোর্টের মত বিষয়গুলি।
ভারতের মাটিতে শেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে মাঠে নির্দিষ্ট সংখ্যাক দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। তখন সাধারণ মানুষের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। এখন দেশ ভ্যাকসিনে ১০০ কোটির গণ্ডি পার করেছে। তাই দর্শক ফেরাটা স্বাভাবিক ছন্দের পথে আরও একটা একধাপ এগিয়ে যাওয়া বলেই মনে করছে ক্রিকেট মহল। ভারতে এসে তিনটি টি-২০ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ১৭ তারিখ জয়পুর, ১৯ তারিখ রাঁচি ও ২১ তারিখ খেলা কলকাতায়। এরপর ২ টেস্টের সিরিজ। প্রথম ম্যাচ ২৫ থেকে ২৯ নভেম্বর কানপুরে। দ্বিতীয় টেস্ট ৩ থেকে ৭ ডিসেম্বর মুম্বইয়ে।