India vs England: প্রায় ২৫ গজ দৌড়ে অনবদ্য ক্যাচ স্টোকসের, হাঁ করে দেখলেন আউট হওয়া শ্রেয়স

Watch Video: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। ফিল্ডিংয়েও তিনি বেশ পারদর্শী। ভারতের মাটিতে চলছে টিম ইন্ডিয়া ও ইংল্যান্ডের (India vs England) ৫ ম্যাচের টেস্ট সিরিজ। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে একখানা দারুণ ক্যাচ নিয়ে শ্রেয়স আইয়ারকে ফেরান বেন স্টোকস। ভিডিয়ো দেখেছেন? না দেখলেই মিস...

India vs England: প্রায় ২৫ গজ দৌড়ে অনবদ্য ক্যাচ স্টোকসের, হাঁ করে দেখলেন আউট হওয়া শ্রেয়স
India vs England: প্রায় ২৫ গজ দৌড়ে অনবদ্য ক্যাচ স্টোকসের, হাঁ করে দেখলেন আউট হওয়া শ্রেয়স Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Feb 04, 2024 | 12:24 PM

কলকাতা: রবি-সকালে তাড়াতাড়ি রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর তৃতীয় উইকেটে জুটি বাঁধেন শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঠিক যে সময় ভারতের দ্বিতীয় ইনিংসকে সাজাতে শুরু করেন শুভমন-শ্রেয়স, তখন বড়সড় ধাক্কা দেন টম হার্টলি। তাতে বিরাট অবদান রয়েছে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes)। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। ফিল্ডিংয়েও তিনি বেশ পারদর্শী। ভারতের মাটিতে চলছে টিম ইন্ডিয়া ও ইংল্যান্ডের (India vs England) ৫ ম্যাচের টেস্ট সিরিজ। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে একখানা দারুণ ক্যাচ নিয়ে শ্রেয়স আইয়ারকে ফেরান বেন স্টোকস। ভিডিয়ো দেখেছেন? না দেখলেই মিস…

তৃতীয় উইকেটে শুভমন ও শ্রেয়স ৮১ রানের পার্টনারশিপ গড়েন। এই জুটিটা ভাঙতে পারছিলেন না জিমি-শোয়েবরা। অবশেষে ২৭.১ ওভারে টম হার্টলি তুলে নেন শ্রেয়সের উইকেট। হার্টলির ডেলিভারি সজোরে মেরে বাউন্ডারির উদ্দেশ্যে পাঠিয়েছিলেন শ্রেয়স। কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস মিড অফ থেকে প্রায় ২৫ গজ পেছনে দৌড়ে দারুণভাবে ক্যাচ নেন। সঙ্গে সঙ্গে সেলিব্রেশনে মেতে ওঠে ইংল্যান্ড শিবির। এই জুটিটা আরও কিছুক্ষণ থাকলে বেশি ভয়ঙ্কর হতে পারত। তাই স্বাভাবিকভাবেই শ্রেয়সকে ফিরিয়ে বেশ খুশি হয় ইংলিশব্রিগেড। ৫২ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন শ্রেয়স। তিনি ভেবেছিলেন হার্টলির ডেলিভারি মাঠের বাইরে পাঠাতে পারবেন, কিন্তু স্টোকস যে ওই ভাবে ক্যাচ নেবেন তা হয়তো ভাবেনন শ্রেয়স। যে কারণে, স্টোকস ক্যাচ নিতেই তিনি অবাক হয়ে গিয়েছিলেন।

এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকসের নেওয়া অনবদ্য ক্যাচের ভিডিয়ো —

লাঞ্চ বিরতি অবধি ইংল্যান্ডের বোলাররা মোট ৪টি উইকেট তুলে নিতে পেরেছেন। তার মধ্যে ২টি উইকেট নেন জেমস অ্যান্ডারসন। ১টি করে উইকেট টম হার্টলি ও রেহান আহমেদের।