জৈব সুরক্ষা ভেঙে রেস্তোঁরায় রোহিত-পন্থ? তুঙ্গে বিতর্ক

কেউ বলছেন, বিষয়টি লঘু করে দেখানো হচ্ছে। চাপা দেওয়ার চেষ্টা। যা পরিস্থিতি, রোহিতরা জৈব সুরক্ষা বলয় ভেঙেছেন কিনা, তা নিয়ে আরও প্রশ্ন উঠবে।

জৈব সুরক্ষা ভেঙে রেস্তোঁরায় রোহিত-পন্থ? তুঙ্গে বিতর্ক
মেলবোর্নের রেস্তোঁরায় ভারতীয় ক্রিকেটাররা। ছবি সৌজন্যে - টুইটার
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 4:29 PM

TV9 বাংলা ডিজিটাল –

সোশাল মিডিয়ায় একটি ৩ সেকেন্ডের ভিডিও। আর তাতেই তুঙ্গে বিতর্ক (controversy)। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে হারিয়ে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। মুড এতটাই ভালো যে জৈব সুরক্ষার (bio-bubble) নিয়ম ভাঙলেন ভারতীয় ক্রিকেটাররা (Indian cricketers)? বিতর্ক সেটা নিয়েই।

বছরের প্রথম দিন অস্ট্রেলিয়ার একটি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন নভলদীপ সিং নামে এক ব্যাক্তি। তিনি দেখতে পান, তাঁর সামনের টেবিলে বসে আছেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিল, পৃথ্বী শ ও নভদীপ সাইনি। ফোনে ছবিও তোলেন তিনি। পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে টুইটারে তিনি জানান, রোহিতদের বিল তিনি দিয়েছেন। ঋষভ তাঁকে জড়িয়ে ধরেছেন। ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলেছেন। যা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। শুরু হয়ে যায় বিতর্কও।

ভিডিও ও টুইট দেখে একাট বড় অংশের প্রশ্ন, বায়ো সিকিউরিটি বাবল ভেঙে কি ভাবে ডিনার করতে গেলেন রোহিতরা? বিতর্ক তৈরি হতেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতীয় বোর্ড। সংবাদ সংস্থা এএনআইকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিতরা বায়ো সিকিউরিটি বাবলের সমস্ত নিয়ম মেনেই ডিনার করতে গিয়েছিলেন। স্যানিটাইজেশন থেকে সামাজিক দুরন্ত, সব দিকেই নজার রাখা হয়েছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তাই বায়ো বাবল ভাঙার যে কথা বলা হচ্ছে, সেটা সঠিক নয়। এই নিয়ে তদন্তের কোনও প্রয়োজন নেই।

প্রশ্ন তাতেও যে থামছে না। ওই রেস্তোরাঁয় নৈশভোজ করতে গিয়ে সত্যিই কি বায়ো বাবল ভাঙা হয়নি? ক্রিকেট অস্ট্রেলিয়ার তৈরি নিয়মে যে কোনও ক্রিকেটার হোটেলে খেতে যেতেই পারেন। কিন্তু হোটেল বা রেস্তোঁরার ভেতরে বসা চলবে না। বাইরে বসতে হবে। ফ্যানদের সঙ্গে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। এই নিয়ম অত্যন্ত কড়া ভাবে মেনেও চলেন ক্রিকেটাররা। ভারতীয় টিম অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। যে কারণে এই ঘটনা বিতর্কের চেহারা নিয়েছে।

অনেকের মতে, বিষয়টিকে লঘু করে দেখানো হচ্ছে। আসলে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা চলছে। আবার অনেকে বলছেন, ক্রিকেটাররা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন। সোশ্যাল মিডিয়ার যুগে লুকিয়ে রেস্তোঁরার খেতে যাওয়া সম্ভব নয়, সেটা সবাই জানেন। তাই নিয়ম ভাঙলে যে বিতর্ক হবে, রোহিত-পন্থরা খুব ভালো করে জানেন। তাই কোনও ভাবে নিয়ম ভেঙে খেতে যাওয়ার ঝুঁকি তারা নেবেন না। সব ব্যবস্থা করেই তারা গিয়েছিলেন।

তার পরও কি বিতর্ক থামছে? যা পরিস্থিতি, তাতে বলতে হচ্ছে, রোহিতরা জৈব সুরক্ষা বলয় ভেঙেছেন কিনা, তা নিয়ে আরও প্রশ্ন উঠবে।