Joe Root-Jasprit Bumrah: সিংহাসনচ্যুত রুট, বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান চাপে জসপ্রীত বুমরার!
ICC Test Rankings: বোলারদের ক্রমতালিকায় শীর্ষে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাই। পারথে অনবদ্য পারফরম্যান্সের পর অ্যাডিলেডেও মন্দের ভালো বুমরার বোলিংই। অ্যাডিলেডে প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছেন। তবে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কাগিসো রাবাডা, জশ হ্যাজলউড, প্যাট কামিন্সরা।
টেস্ট ক্রিকেটে আর এক নম্বর ব্যাটার নন জো রুট! দীর্ঘ সময় ধরে শীর্ষস্থান ধরে রেখেছিলেন। ২০২১ সালের পর থেকে এই ফরম্যাটে রাজত্ব চালিয়েছেন ফ্যাব ফোরের গুরুত্বপূর্ণ সদস্য জো রুট। আইসিসি ক্রমতালিকাতেও তার প্রভাব পড়েছিল। যদিও সতীর্থর কাছেই শীর্ষস্থান হারাতে হল। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক। রুট নেমে গেলেন দ্বিতীয় স্থানে। টপ ফাইভে রয়েছেন ভারতের ব্যাটারও। বোলারদের ক্রমতালিকায় জসপ্রীত বুমরা শীর্ষে থাকলেও তাঁর উপর চাপ বাড়ছে!
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে যথাক্রমে ১২৩ ও ৫৫ রান করেন হ্যারি ব্রুক। তার আগে প্রথম টেস্টে ছিল ১৭১ রানের অনবদ্য ইনিংস। সেই ইনিংসের পরই দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন ব্রুক। দ্বিতীয় টেস্টেও অনবদ্য পারফরম্যান্সের সৌজন্যে এ বার শীর্ষে। রেটিং পয়েন্টে মাত্র ১-এর পার্থক্য। ১৪ ডিসেম্বর শুরু সিরিজের তৃতীয় টেস্ট। রুট ফের ব্রুককে ছাপিয়ে যেতেই পারেন।
ব্যাটিং ক্রমতালিকায় উন্নতি হয়েছে ট্রাভিস হেড ও তেম্বা বাভুমার। ভারতের বিরুদ্ধে সিরিজে অনবদ্য ব্যাটিং করছেন ট্রাভিস হেড। অ্যাডিলেডে বড় সেঞ্চুরিও করেছেন। ৬ ধাপ উঠে পঞ্চম স্থানে উঠে এসেছেন হেড। তিন ও চার নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। যশস্বীর কাছে সুযোগ রয়েছে তৃতীয় স্থানে উঠে আসার। প্রথম দশে থাকলেও অবনতি হয়েছে ঋষভ পন্থের। ৬ ধাপ নেমে বিরাট ২০ নম্বরে।
বোলারদের ক্রমতালিকায় শীর্ষে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাই। পারথে অনবদ্য পারফরম্যান্সের পর অ্যাডিলেডেও মন্দের ভালো বুমরার বোলিংই। অ্যাডিলেডে প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছেন। তবে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কাগিসো রাবাডা, জশ হ্যাজলউড, প্যাট কামিন্সরা।