Australia Warm Up Match: প্লেয়ার নেই, কোচ-নির্বাচককে মাঠে নামিয়েও জয় অস্ট্রেলিয়ার!
ICC MEN’S T20 WC 2024: পোর্ট অব স্পেনে ওয়ার্ম আপ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। যদিও ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে মাত্র ৯ জন ছিলেন। ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টইনিসরা আইপিএলের পর সাময়িক বিশ্রাম নিচ্ছেন। এর মধ্যে হেড, কামিন্স ও স্টার্ক আইপিএল ফাইনাল খেলেছেন।
বিশ্বকাপের স্কোয়াড কত জনের! মূল স্কোয়াডে থাকেন ১৫ জন। এ ছাড়াও ট্র্যাভেলিং রিজার্ভ প্লেয়ার। অস্ট্রেলিয়ার সব প্লেয়ার অবশ্য বিশ্বকাপ খেলতে পৌঁছোননি। এ দিকে, টিমের ওয়ার্ম ম্যাচও রয়েছে। সব মিলিয়ে মাত্র ৯ জন প্লেয়ার রয়েছেন। এমন অবস্থায় আর কী করা যায়! ওয়ার্ম ম্যাচে নেমে পড়লেন হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলিও। অস্ট্রেলিয়া জিতল সহজেই।
যুগ্ম ভাবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার খেলা ওয়েস্ট ইন্ডিজে। পোর্ট অব স্পেনে ওয়ার্ম আপ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। যদিও ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে মাত্র ৯ জন ছিলেন। ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টইনিসরা আইপিএলের পর সাময়িক বিশ্রাম নিচ্ছেন। এর মধ্যে হেড, কামিন্স ও স্টার্ক আইপিএল ফাইনাল খেলেছেন। বিশ্বকাপে তরতাজা থাকতে বিশ্রামও প্রয়োজন।
ওয়ার্ম আপ ম্যাচে ৯ জন প্লেয়ার থাকায় কোচ এবং নির্বাচক প্রধান নেমে পড়েন। তাঁদের যদিও ব্যাটিং করতে হয়নি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১৯ রানেই আটকে যায় নামিবিয়া। অস্ট্রেলিয়ার হয়ে জ়েন গ্রিন সর্বাধিক ৩৮ রান করেন। অজি পেসার জশ হ্যাজলউডের সামনে খাবি খায় নামিবিয়া। ৪ ওভারের মধ্যে ৩টিই মেডেন! মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট নেন জশ। ৩ উইকেট নেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। হেড কোচ ও নির্বাচক প্রধানের পাশাপাশি পালা করে ফিল্ডিংয়ে নামেন সহকারী কোচ ব্র্যাড হজ, আন্দ্রে বরোভিচও।
টার্গেট মাত্র ১২০। রান তাড়ায় ১০ ওভারেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন মিচেল মার্শ মাত্র ১৮ রানেই ফেরেন। তাঁর ওপেনিং পার্টনার ডেভিড ওয়ার্নার হাফসেঞ্চুরি করেন। টিম ডেভিড, ম্যাথু ওয়েডরা অপরাজিত থেকে ম্যাচ জেতান।