T20 World Cup: বিশ্বকাপে কমলা সতর্কতা জারি! প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিলেন আরিয়ানরা
ICC MEN’S T20 WC 2024: বিশ্বকাপের ঠিক আগে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে ২-১ হারিয়ে চমকে দিয়েছে আমেরিকা। ঠিক সে ভাবেই চমক দেখাল নেদারল্যান্ডস। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে ২০ রানে হারিয়ে লঙ্কানদের। প্রাক্তন বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার এই হার কিন্তু অবাক করার মতো তো বটেই, একই সঙ্গে টি-টোয়েন্টি ফর্ম্যাটে কাউকেই যে হালকা নেওয়া যায় না, তাও প্রমাণ হয়ে গেল।
কলকাতা: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তানকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরা হচ্ছে। শুরুতে যাই বলা হোক না কেন, যতই অঙ্ক কষা হোক না কেন, সব হিসেবই এলোমেলো হয়ে যায় টুর্নামেন্ট শুরু হলে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও তেমন হিসেব কষা শুরু হয়ে গিয়েছে। এ বারের বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথ ভাবে আয়োজন করছে। যে কারণে এই বিশ্বকাপ নিয়ে কম আগ্রহ নেই। রোহিত শর্মা, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারদের মতো তারকাদের কাছে এই বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ। এর পর কুড়ি-বিশের ফর্ম্যাটে তাঁরা আর খেলবেন কিনা, কেউ জানে না। ২ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে চমকে দেওয়া পারফরম্যান্সের খবর পাওয়া যাচ্ছে।
বিশ্বকাপের ঠিক আগে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে ২-১ হারিয়ে চমকে দিয়েছে আমেরিকা। ঠিক সে ভাবেই চমক দেখাল নেদারল্যান্ডস। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে ২০ রানে হারিয়ে লঙ্কানদের। প্রাক্তন বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার এই হার কিন্তু অবাক করার মতো তো বটেই, একই সঙ্গে টি-টোয়েন্টি ফর্ম্যাটে কাউকেই যে হালকা নেওয়া যায় না, তাও প্রমাণ হয়ে গেল। বিশ্বকাপের আগেই ‘কমলা’ সতর্কতা জারি করল নেদারল্যান্ডস। আগে ব্যাট করে নেদারল্যান্ডস করেছিল ১৮১-৫। ১৮.৫ ওভারে অর্থাৎ ৭ বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। কেউই কার্যত টানতে পারেননি টিমকে। বিশ্বকাপের ঠিক আগে শ্রীলঙ্কার এই হার কিন্তু বিপদ ঘণ্টা বাজিয়ে দিচ্ছে।
নেদারল্যান্ডসের ওপেনার মাইকেল লেভিট শুরুতেই জড় বইয়ে দেন। মাত্র ২৮ বলে ৫৫ করে রিটায়ার্ড হার্ট হন। যাতে অন্যরা ব্যাট করার সুযোগ পান। লেভিটের বিস্ফোরক ইনিংস কিন্তু প্রতিপক্ষ টিমগুলোর ছক উল্টে দিচ্ছে। যদি এ ভাবে শুরু করতে পারে কমলা জার্সি, অনেক ভালো টিমকে হারিয়ে চমকে দিতে পারবে। তেজা নিদামানুরু এবং ক্যাপ্টেন স্কট এডওয়ার্ড, দু’জনেই ২৭ করে রান যোগ করেন। এডওয়ার্ড মাত্র ১২ বলে ২৭ করেছেন। এতেই ভেঙে শ্রীলঙ্কার বোলিং।
এতেই শেষ নয়, স্পিনার আরিয়ান দত্ত ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। কাইল ক্লেইন নিয়েছেন ২ উইকেট। শ্রীলঙ্কার ওয়ার্মআপ ম্যাচ সম্প্রচার করা হয়নি। ফলে নেদারল্যান্ডস কেমন টিম, কেউই জানতে পারেনি। এ বারের বিশ্বকাপে কমলা জার্সি যে অঘটন ঘটানোর জন্য মাঠে নামতে চলেছে, তাতে অবাক হওয়ার কিছু নেই।