ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা কাল, অধিনায়কও থাকছেন নানা প্রশ্নের উত্তর দিতে
ICC Champions Trophy India Squad: হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের সব ম্যাচই হবে দুবাইতে। একটি সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইতেই। কাল স্কোয়াড ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আট দলের এই টুর্নামেন্টকে মিনি বিশ্বকাপও বলা হয়। ২০১৭ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। যদিও ফাইনালে সেই পাকিস্তানের কাছে হার। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। যদিও হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের সব ম্যাচই হবে দুবাইতে। একটি সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইতেই। কাল স্কোয়াড ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা ছিল ১২ জানুয়ারি। ভারতীয় বোর্ড কিছুটা সময় চেয়ে নিয়েছিল আইসিসির কাছ থেকে। জসপ্রীত বুমরার চোট, মহম্মদ সামির ফিটনেস, রোহিত-বিরাটদের নিয়ে দ্বিধা। অনেক কিছুই কাজ করছিল এই দেরির নেপথ্যে। জসপ্রীত বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর দিকে পাওয়া যাবে না, এটুকু নিশ্চিত। তিনি পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে।
একই সঙ্গে ক্যাপ্টেন্সি নিয়েও দ্বিধা ছিল। মাঝে জল্পনা হয়েছিল, রোহিত নয় বরং হার্দিক পান্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে। জসপ্রীত বুমরা ফিট থাকলে তাঁরও সম্ভাবনা ছিল। এমনকি বিরাট কোহলির নামও ভাসছিল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ক্লিনসুইপ হওয়ার পর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে হার। সে কারণেই রোহিতকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। যদিও সীমিত ওভারের ক্রিকেটে ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে রানার্স, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা রোহিত শর্মার উপরই ভরসা রাখা হচ্ছে।
এই খবরটিও পড়ুন
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কাল অর্থাৎ শনিবার দুপুর ১২.৩০ থেকে সাংবাদিক সম্মেলন। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা। উপস্থিত থাকবেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং দল নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরও। নানা প্রশ্নেরও উত্তর দেবেন।