IPL 2022: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দীপককে নিয়ে বড় আপডেটের আশায় সিএসকে শিবির

দীপক চাহার (Deepak Chahar) কি ফিট? চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সব থেকে দামি প্লেয়ার কি আসন্ন আইপিএলে (IPL) খেলবেন? এই দু'খানা প্রশ্নের উত্তরই এখন জানার অপেক্ষায় চেন্নাই সমর্থকরা। শুধু তাই নয়। সিএসকে শিবিরও এই প্রশ্নের উত্তর চায়।

IPL 2022: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দীপককে নিয়ে বড় আপডেটের আশায় সিএসকে শিবির
দীপক চাহার (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2022 | 10:18 PM

নয়াদিল্লি: দীপক চাহার (Deepak Chahar) কি ফিট? চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সব থেকে দামি প্লেয়ার কি আসন্ন আইপিএলে (IPL) খেলবেন? এই দু’খানা প্রশ্নের উত্তরই এখন জানার অপেক্ষায় চেন্নাই সমর্থকরা। শুধু তাই নয়। সিএসকে শিবিরও এই প্রশ্নের উত্তর চায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ঘরের সিরিজে ওয়ান ডে ও টি-টোয়েন্টি টিমে ছিলেন চাহার। কিন্তু তৃতীয় ওয়ান ডে ম্যাচের সময়ই কোয়াসেপ টিয়ার হয়েছিল তাঁর। চোটের কারণেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। তখন থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল এই ডান হাতি অলরাউন্ডারকে নিয়ে। তখনই বলা হচ্ছিল আসন্ন আইপিএলের প্রথম পর্বে তিনি হয়তো নাও খেলতে পারেন। এখনও এনসিএ-র তরফ থেকে তাঁর ফিটনেসের ব্যাপারে কোনও রিপোর্ট না পাওয়ায় বেশ চিন্তায় রয়েছে মাহির চেন্নাই।

আইপিএলের শুরু থেকে কি দীপককে পাওয়া যাবে না? তবে কি তাঁর বদলি ভাবতে হবে চার বারের আইপিএলজয়ীদের? এই প্রশ্নগুলোর উত্তরে সিএসকের সিইও জানিয়ে দেন, এনসিএ বা বিসিসিআই থেকে দীপকের ফিটনেস রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোনও কিছু ভাবা হচ্ছে না। চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন বলেন, “আমরা এখনও দীপক চাহারের চোটের ব্যাপারে বিসিসিআই বা এনসিএ থেকে কোনও আপডেট পাইনি। কোনও পর্যায়ে ও আসবে সেই কামনাই করছি।”

১৪ কোটি টাকা দিয়ে এই পেসারকে এ বারের নিলাম থেকে কিনেছে সিএসকে। ফলে তাঁকে এই মরসুমে না পেলে বড় ক্ষতি হতে পারে চেন্নাইয়ের। এখনও বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব কাটাচ্ছেন দীপক। তবে যে চোটের জন্য রিহ্যাব করছেন দীপক তার ফলে তিনি পুরো আইপিএল থেকেও ছিটকে যেতে পারেন। এই আশঙ্কাও ক্রমশ জোরাল হচ্ছে। তবে চেন্নাই এখনই দীপকের বদলির কথা ভাবছে না। কিন্তু এনসিএ বা বিসিসিআইয়ের রিপোর্টে যদি দীপকের ফিটনেস নিয়ে সমস্যা থাকে তা হলে দীপকের বদলি খুঁজতে হবে ইয়েলোব্রিগেডকে।

আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ৪ ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল সিএসকে। নিলামশেষে ২৫ জনের দল গড়েছে চেন্নাই।

সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।

আরও পড়ুন: IPL 2022: পাশ করে বিতর্ক মেটালেন হার্দিক

আরও পড়ুন: IPL 2022: দিল্লি ক্যাপিটালসের বাস ভাঙচুর, আটক চার

আরও পড়ুন: IPL 2022: পিঙ্ক আর্মিতে যোগ দিয়ে কি হ্যাকার হয়ে গেলেন যুজবেন্দ্র চাহাল?