IND vs PAK, World Cup 2023: মাঠে নামার আগেই পাকিস্তানের বিরুদ্ধে ৯৭ রানে জয়! ভাইরাল স্কোরকার্ড
ICC World Cup 2023, Viral Scorecard: ভাইরাল স্কোরকার্ডে ম্যাচের তারিখ, ভেনু সব মিলে গিয়েছে। কিন্তু ভারত ৯৭ রানে জয়ী, এটা সম্ভব নয়। কেন না, ভারত রান তাড়া করবে। সুতরাং, জিতলে উইকেটের বিচারে জিতবে ভারত। আমেদাবাদের ভারত-পাক ম্য়াচের এই ভাইরাল স্কোরকার্ডে দেখা যাচ্ছে, ভারত প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৩৪ রান তুলেছে ভারত। সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি! রান তাড়ায় হাফসেঞ্চুরি মহম্মদ রিজওয়ানের!
আমেদাবাদ: মাঠে নামার আগেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত! ওয়ান ডে বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচ চলছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। যদিও তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি স্কোরকার্ড। যা থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যপক আলোচনা। তাহলে কি এই ম্যাচ স্ক্রিপ্টেড? না হলে এমন কি করে হয়! এই স্কোর কার্ড নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কী রয়েছে এই স্কোরকার্ডে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
যদিও এই স্কোরের সঙ্গে মিলের কোনও সম্ভাবনা নেই। ভাইরাল স্কোরকার্ডে ম্যাচের তারিখ, ভেনু সব মিলে গিয়েছে। কিন্তু ভারত ৯৭ রানে জয়ী, এটা সম্ভব নয়। কেন না, ভারত রান তাড়া করবে। সুতরাং, জিতলে উইকেটের বিচারে জিতবে ভারত। আমেদাবাদের ভারত-পাক ম্য়াচের এই ভাইরাল স্কোরকার্ডে দেখা যাচ্ছে, ভারত প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৩৪ রান তুলেছে ভারত। সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি! রান তাড়ায় হাফসেঞ্চুরি মহম্মদ রিজওয়ানের!
— Out Of Context Cricket (@GemsOfCricket) October 13, 2023
হাইস্কোরিং ম্যাচে শাহিন আফ্রিদির ঝুলিতে ৮৪ রানে ২ উইকেট! বিরাট কোহলি মাত্র ৮৩ বলে অপরাজিত ১১৯ রান! মহম্মদ সিরাজ নিয়েছেন ৩৬ রানে তিন উইকেট! আউট অফ কনটেক্সট ক্রিকেট বলে একটি হ্যান্ডল থেকে এই স্কোরবোর্ড শেয়ার হয়। উইকিপিডিয়ার স্কোরকার্ড বলে দেখানো হয়।