CWC 2023 Fixture: মহাকাশে ট্রফি, কাল বিশ্বকাপের সূচি ঘোষণা, ইডেন ও ওয়াংখেড়েতে সেমিফাইনাল!

ODI Cricket World Cup: মুম্বইতে বোর্ডের বিশেষ বৈঠকও হয়। আর একটি সেমিফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এখন শুধু সরকারি ভাবে ঘোষণার পালা। সব মিলিয়ে পাঁচটি ম্যাচ পেতে চলেছে ইডেন। ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে আমেদাবাদে।

CWC 2023 Fixture: মহাকাশে ট্রফি, কাল বিশ্বকাপের সূচি ঘোষণা, ইডেন ও ওয়াংখেড়েতে সেমিফাইনাল!
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 8:48 PM

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামী কাল সকালে ঘোষণা হতে চলেছে সূচি। এ বছর ভারতের মাটিতে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে হবে বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞ। সাধারণত দেখা যায়, টুর্নামেন্টের বছরখানেক আগেই সূচি ঘোষণা হয়। তবে এ বার নানা কারণে সূচি ঘোষণায় দেরি হল। আইসিসির তরফে সরকারি ভাবে জানানো হয়েছে, আগামী কাল অর্থাৎ মঙ্গলবার সূচি ঘোষণা হবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সূত্রের খবর, বিশ্বকাপের জন্য ১২টি ভেনু বেছে নেওয়া হয়েছে। এই ১২টি ভেনু হল-চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, তিরুবনন্তপুরম, মুম্বই আমেদাবাদ, পুনে, লখনউ, দিল্লি, গুয়াহাটি, কলকাতা এবং ধরমশালা। ফাইনাল হওয়ার কথা এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। ভারত সেমিফাইনালে উঠলে তা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এ দিন মুম্বইতে বোর্ডের বিশেষ বৈঠকও হয়। আর একটি সেমিফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ১৯৯৬ সালে ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালের পর আরও এক বার সেমিফাইনাল হতে চলেছে ইডেনে। এখন শুধু সরকারি ভাবে ঘোষণার পালা। সবমিলিয়ে ইডেন পাঁচটি ম্যাচ পেতে চলেছে।

আগামী কাল মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে জাঁকজমক ভাবে ঘোষিত হবে বিশ্বকাপের সূচি। সকাল ১১.৩০ টা থেকে এই অনুষ্ঠান। বিশ্বকাপের সূচি প্রকাশে দেরি হওয়ার অন্যতম কারণ ড্রাফ্ট সূচি নিয়ে নানা জটিলতা। অংশগ্রহণকারী বোর্ডকে পাঠানো হয়েছিল তা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ওয়ার্ম আপ ম্যাচের ভেনু, আফগানিস্তানের সঙ্গে চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে খেলতে না চাওয়া, এমন অনেক আবদারই করা হয়েছিল।

তার আগে এ দিন বিশ্বকাপের ট্রফি টুরের বিষয়টিও জানানো হল আইসিসির তরফে। মহাকাশে পাঠানো হয়েছিল বিশ্বকাপ ট্রফি! আইসিসির তরফে জানানো হয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার, ভূ-পৃষ্ঠ থেকে ১২০০০০ ফুট উচুঁ থেকে এই ট্রফি নামানো হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বেস্পোক স্ট্র্যাটোস্ফেরিক বেলুনের সঙ্গে ট্রফি অ্যাটাচ করা হয়েছিল 4k ক্যামেরাও। মঙ্গলবার এই ট্রফি টুর শুরু হবে। ১৮টি দেশ ঘুরে তা ফিরবে ভারতে।