Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Davia Warner: ভারতই বিশ্বকাপের সেরা, বিতর্কে এ বার কাইফকে পাল্টা দিলেন ওয়ার্নার

David Warner-Mohammad Kaif: ভারতকে বিশ্বকাপ ফাইনালে হারানোর পিছনে ভীষণ কার্যকর ভূমিকা নিয়েছিলেন ওয়ার্নার। ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও ফিল্ডিংয়ের সময় যেন একাই গড়ে তুলেছিলেন যাবতীয় প্রতিরোধ। সেই ওয়ার্নার লিখেছেন, 'মিচেলের মতোই বলতে হবে, খাতায় কলমে পরিস্থিতি কী, তার উপর কিছুই নির্ভর করে না। আসল হল, যখন দরকার পড়বে, তখন পারফর্ম করে দেখাতে হবে।সেই কারণেই এটাকে ফাইনাল বলা হয়। এই দিনটাকেই খেলার দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়।

Davia Warner: ভারতই বিশ্বকাপের সেরা, বিতর্কে এ বার কাইফকে পাল্টা দিলেন ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার ও মহম্মদ কাইফ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 7:02 PM

নয়াদিল্লি: প্রত্যাশা ছিল, যে কোনও সময় ধেয়ে আসতে পারে ঝড়। তবে, কে প্রথম এ নিয়ে মন্তব্য করেন, দেখার ছিল। বিতর্ক নিয়ে এ বার মুখ খুললেন তিনি। এই তিনি হলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। ১৯ নভেম্বর, রবিবার আমেদাবাদে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া (Australia)। কিন্তু এই সাফল্যের পরও প্যাট কামিন্সের (Pat Cummins) টিমকে যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে কি, এই প্রশ্ন তুলে দিয়েছিলেন কেউ কেউ। কারণ একটাই, ভারতের কিছু প্রাক্তন ক্রিকেটার অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ের পরও বলেছেন, সেরা টিম ভারতই। যা নিয়ে এক্সে মতান্তর দেখা দিয়েছে। সেরা টিমই বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তা হলে কেন অস্ট্রেলিয়াকে এমন কথা বলা হচ্ছে, তা নিয়েও উঠছে কথা। ওয়ার্নার কী বললেন? TV9Bangla Sportsএ বিস্তারিত।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর মহম্মদ কাইফ বলেছেন, ‘আমি এটা মেনে নিতে পারব না কোনও ভাবেই যে, সেরা টিম বিশ্বকাপ জিতেছে। ভারতই খাতায়কলমে বিশ্বকাপের সেরা দল।’ এই মন্তব্যের পর কিন্তু ঝড় বয়ে গিয়েছে। কাইফ এখন ধারাভাষ্যকার। বিশ্বকাপ কতটা কঠিন ঠাই, খুব ভালো করে জানেন। তার পরও এমন মন্তব্য করলেন কী করে, তা নিয়ে প্রশ্ন উঠছে। অস্ট্রেলিয়ার আর এক ধারাভাষ্যকার মিচেল গ্লেনও কাইফের মন্তব্য এক্স প্ল্যাটফর্মে দিয়েছেন। তিনি পাল্টা লিখেছেন, ‘ভারতের প্রাক্তন ব্যাটারকে কারও মনে করিয়ে দেওয়া উচিত, বিশ্বকাপ ফাইনালটা জিততে হয় মাঠে নেমে, খাতায় কলমে নয়।’ এ বার কাইফকে জবাব দিলেন ওয়ার্নার।

ভারতকে বিশ্বকাপ ফাইনালে হারানোর পিছনে ভীষণ কার্যকর ভূমিকা নিয়েছিলেন ওয়ার্নার। ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও ফিল্ডিংয়ের সময় যেন একাই গড়ে তুলেছিলেন যাবতীয় প্রতিরোধ। সেই ওয়ার্নার লিখেছেন, ‘মিচেলের মতোই বলতে হবে, খাতায় কলমে পরিস্থিতি কী, তার উপর কিছুই নির্ভর করে না। আসল হল, যখন দরকার পড়বে, তখন পারফর্ম করে দেখাতে হবে। সেই কারণেই এটাকে ফাইনাল বলা হয়। এই দিনটাকেই খেলার দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। ২০২৭ সালেও আমরা কিন্তু খেলতে নামব।’