Gautam Gambhir: ‘ভারত নয়, বিশ্বকাপ প্রাপ্য অস্ট্রেলিয়ারই’ নিন্দুকদের চুপ করালেন গম্ভীর

Gaumtam Gambhir On World Cup Final: কেউ-কেউ দাবি করছেন অত্যধিক আত্মবিশ্বাসই হারিয়েছে ভারতকে। আবার কেউ কাঠগড়ায় আনছেন অধিনায়ক রোহিত শর্মাকে। কারও দাবি, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলেও ভারত যা খেলেছে তাতে রোহিতরাই সেরা। তবে এ বার এই মন্তব্যের বিরুদ্ধে কথা বলছেন গম্ভীর। নিন্দুকদের চুপ করালেন তিনি। হারের পর জানিয়েছিলেন ফলাফল যাই হোক না কেন, ভারতই .চ্যাম্পিয়ন। কারণ ১০ ম্য়াচে তারা দুর্দান্ত পারফর্ম করেছে।

| Edited By: | Updated on: Nov 22, 2023 | 7:49 PM
তীরে এসে ডুবেছে তরী। এক যুগ পর বিশ্বকাপের হাতছানি এসেছিল ভারতের কাছে। আশা ছিল বিশ্বচ্যাম্পিয়ন হবে ভারত। (ছবি:X)

তীরে এসে ডুবেছে তরী। এক যুগ পর বিশ্বকাপের হাতছানি এসেছিল ভারতের কাছে। আশা ছিল বিশ্বচ্যাম্পিয়ন হবে ভারত। (ছবি:X)

1 / 8
তবে সব আশায় জল পড়েছে।  অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে শেষ হয়েছে ভারতের বিশ্বকাপ স্বপ্ন।  (ছবি:X)

তবে সব আশায় জল পড়েছে। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে শেষ হয়েছে ভারতের বিশ্বকাপ স্বপ্ন। (ছবি:X)

2 / 8
সবরমতীর জলে মিশেছে ১৪০ কোটির স্বপ্ন। টানা ১০ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে শেষে এসে যে ভারতের ভাগ্যে এই ছিল তা টের পাননি কেউ।  (ছবি:X)

সবরমতীর জলে মিশেছে ১৪০ কোটির স্বপ্ন। টানা ১০ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে শেষে এসে যে ভারতের ভাগ্যে এই ছিল তা টের পাননি কেউ। (ছবি:X)

3 / 8
তাই এই হার হজম করতে বেশ কষ্ট হচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। কী কারণে হারল ভারত সেই কারণ খুঁজতে বসেছে অনেকেই।  (ছবি:X)

তাই এই হার হজম করতে বেশ কষ্ট হচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। কী কারণে হারল ভারত সেই কারণ খুঁজতে বসেছে অনেকেই। (ছবি:X)

4 / 8
কেউ-কেউ দাবি করছেন অত্যধিক আত্মবিশ্বাসই হারিয়েছে ভারতকে। আবার কেউ কাঠগড়ায় আনছেন অধিনায়ক রোহিত শর্মাকে। কারও দাবি, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলেও ভারত যা খেলেছে তাতে রোহিতরাই সেরা।  (ছবি:X)

কেউ-কেউ দাবি করছেন অত্যধিক আত্মবিশ্বাসই হারিয়েছে ভারতকে। আবার কেউ কাঠগড়ায় আনছেন অধিনায়ক রোহিত শর্মাকে। কারও দাবি, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলেও ভারত যা খেলেছে তাতে রোহিতরাই সেরা। (ছবি:X)

5 / 8
তবে এ বার এই মন্তব্যের বিরুদ্ধে কথা বলছেন গম্ভীর। নিন্দুকদের চুপ করালেন তিনি। হারের পর জানিয়েছিলেন ফলাফল যাই হোক না কেন, ভারতই .চ্যাম্পিয়ন। কারণ ১০ ম্য়াচে তারা দুর্দান্ত পারফর্ম করেছে।  (ছবি:X)

তবে এ বার এই মন্তব্যের বিরুদ্ধে কথা বলছেন গম্ভীর। নিন্দুকদের চুপ করালেন তিনি। হারের পর জানিয়েছিলেন ফলাফল যাই হোক না কেন, ভারতই .চ্যাম্পিয়ন। কারণ ১০ ম্য়াচে তারা দুর্দান্ত পারফর্ম করেছে। (ছবি:X)

6 / 8
এ বার বলছেন, "অস্ট্রেলিয়ার থেকে ভারতকে এগিয়ে রাখার কোনও মানে হয় না। এটি একেবারেই যুক্তিযুক্ত মন্তব্য নয়। অজিরাও টানা ৮ ম্যাচ জিতে ফাইনালে এসেছে। দুর্দান্ত ক্রিকেট খেলে চমকে দিয়েছে। তাই বিশ্বকাপ ওদের প্রাপ্য।"  (ছবি:X)

এ বার বলছেন, "অস্ট্রেলিয়ার থেকে ভারতকে এগিয়ে রাখার কোনও মানে হয় না। এটি একেবারেই যুক্তিযুক্ত মন্তব্য নয়। অজিরাও টানা ৮ ম্যাচ জিতে ফাইনালে এসেছে। দুর্দান্ত ক্রিকেট খেলে চমকে দিয়েছে। তাই বিশ্বকাপ ওদের প্রাপ্য।" (ছবি:X)

7 / 8
তবে ফলাফল যাই হোক না কেন, গৌতম গম্ভীরের কাছে ভারতই সেরা। টানা দশ ম্য়াচে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের কথা ভুললে চলবে না। এমনটাই মনে করছেন তিনি।  (ছবি:X)

তবে ফলাফল যাই হোক না কেন, গৌতম গম্ভীরের কাছে ভারতই সেরা। টানা দশ ম্য়াচে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের কথা ভুললে চলবে না। এমনটাই মনে করছেন তিনি। (ছবি:X)

8 / 8
Follow Us: