ICC ODI World Cup 2023: আম্পায়ের উপর খেপে লাল ডেভিড ওয়ার্নার, কী কারণে রাগলেন তিনি?

David Warner: দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১০ রান তাড়া করতে নামেন অজিরা। ওয়ার্নারের শুরুটা আগ্রাসী মেজাজে হলেও টিকে থাকতে পারেননি। ম্য়াচের চতুর্থ ওভারে দিলসান মধুশঙ্কার হাতে বল পৌঁছতেই ঘটে যায় অঘটন। প্রথম বলেই ওয়ার্নারের বিরুদ্ধে লেগ বিফোরের দাবী ওঠে। সঙ্গে-সঙ্গে আউট দেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার জোয়েল উইলসন। এরপর রিভিউ নেনে অজি তারকা।

ICC ODI World Cup 2023: আম্পায়ের উপর খেপে লাল ডেভিড ওয়ার্নার, কী কারণে রাগলেন তিনি?
ডেভি়ড ওয়ার্নার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 8:30 AM

লখনউ: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) চেনা ছন্দে দেখা যায়নি অস্ট্রেলিয়াকে (Australia)। যদিও আগের ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ছে অজিরা। টানা দু’ম্যাচ হারার পর এটাই প্যাট কামিন্সদের প্রথম জয়। তবে দল জিতলেও সেভাবে সাড়া জাগাতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। মাত্র ৪ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এই ফেরাটা কিছুতেই মানতে পারছেন না তিনি। আম্পায়েরর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ওয়ার্নার। কী অভিযোগ আনছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports- এর এই প্রতিবেদনে।

দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১০ রান তাড়া করতে নামেন অজিরা। ওয়ার্নারের শুরুটা আগ্রাসী মেজাজে হলেও টিকে থাকতে পারেননি। ম্য়াচের চতুর্থ ওভারে দিলসান মধুশঙ্কার হাতে বল পৌঁছতেই ঘটে যায় অঘটন। প্রথম বলেই ওয়ার্নারের বিরুদ্ধে লেগ বিফোরের দাবী ওঠে। সঙ্গে-সঙ্গে আউট দেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার জোয়েল উইলসন। এরপর রিভিউ নেনে অজি তারকা। রিপ্লে দেখে এটি আম্পায়ারস কল বলে জানান তৃতীয় আম্পায়ার। এরপরই মেজাজ হারান ওয়ার্নার।প্য়াভিলিয়নের রাস্তা ধরার সময় ওয়ার্নারের চোখে, মুখে রাগের বহিঃপ্রকাশ দেখা যায়। প্রথমে ব্য়াট আছড়ান, তারপর নিজের মনেই কিছু আওড়াতে-আওড়াতে হেঁটে চলে যান ড্রেসিং রুমের দিকে। একপরই আম্পারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ান তারকা।

পরে ওয়ার্নার জানান, অত্যন্ত বিরক্ত তিনি। আম্পায়ারের এই সিদ্ধান্ত একেবারেই মানতে পারছেন না তিনি। বিশ্বকাপে ব্য়বহৃত প্রযুক্তিকেও কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়েননি তিনি। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, “প্লেয়ারদের পরিসংখ্য়ানের মতো আম্পায়ারদের সিদ্ধান্তও সঙ্গে-সঙ্গে বোর্ডে দেখানো হোক। ” এখানেই শেষ নয়, ওয়ার্নারের বক্তব্য়, “যে সংস্থা এই প্রযুক্তি আবিষ্কার করেছে তাদের বুঝিয়ে দেওয়া উচিত এটির ব্য়াপারে। তাহলে বোঝা যাবে কখন কীভাবে আবেদন করতে হয়।” ওয়ার্নার কিন্তু শান্ত স্বভাবের মানুষ। পরিবারের বাইরে তাঁর পৃথিবীটা ভীষণ ছোট। এমন ঠান্ডা মানুষের রাগের বহিঃপ্রকাশ যেন একটু হলেও ভাবাচ্ছে ক্রিকেটপ্রেমীদের।