WPL 2024: বড়দের লিগে অবশেষে অভিষেক, কী বলছেন বাংলার তিতাস সাধু?
Titas Sadhu, Delhi Capitals vs Gujarat Giants: মেয়েদের ক্রিকেটেও ভারত অন্যতম শক্তিশালী দেশ। আক্ষেপ একটাই, আইসিসির কোনও ট্রফি নেই ভারতের ঝুলিতে। বেশ কয়েক বার ফাইনাল খেললেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে রুপো, তবে এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারত। এশিয়াডে সোনাজয়ী সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তিতাস সাধু।
অপেক্ষার অবসান হল বাংলার পেসার তিতাস সাধুর। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীর ছাত্রী। বাংলার ক্রিকেট প্রেমীরা তিতাসের মধ্যে যেন ঝুলনকে খুঁজে পান। যদিও কোনও তুলনা নয়। ঝুলনের মতো বাংলা ক্রিকেটকে গর্বিত করুক তিতাস, এমনটাই প্রত্যাশা। আর সেই প্রত্যাশা অনেকাংশে পূরণ হয়েছে। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে তাঁকে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এ বারও রিটেন করা হয় তিতাসকে। অপেক্ষা ছিল অভিষেকের। অবশেষে উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেললেন তিতাস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মেয়েদের ক্রিকেটেও ভারত অন্যতম শক্তিশালী দেশ। আক্ষেপ একটাই, আইসিসির কোনও ট্রফি নেই ভারতের ঝুলিতে। বেশ কয়েক বার ফাইনাল খেললেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে রুপো, তবে এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারত। এশিয়াডে সোনাজয়ী সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তিতাস সাধু। তার আগে উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপ জিতেছে ভারত। ফাইনালে দুর্দান্ত বোলিং করেছিলেন তিতাস।
উদ্বোধনী সংস্করণে দিল্লি ক্যাপিটালসে থাকলেও খেলার সুযোগ হয়নি তিতাসের। অপেক্ষা মিটল গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে। কয়েক সপ্তাহ আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। WPL-এ অভিষেক ম্যাচে দিল্লির হয়ে বোলিং ওপেন করেন তিতাস। উল্টোদিক বেথ মুনির মতো ব্যাটার। প্রথম ওভারই মেডেন তিতাসের। পাওয়ার প্লে-তেই তাঁর দ্বিতীয় ওভারে ওঠে ১২ রান। প্রথম ম্যাচে দু-ওভারই বোলিং করানো হয়। সুইং বোলিংয়ে দিল্লিকে ভরসা দিলেন। ম্যাচ শেষে উচ্ছ্বসিত তিতাস বলেন, ‘খুবই ভালো লাগছে। সকলের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়া ছিলই। এ বার খেলারও সুযোগ হল।’