Rohit Sharma on Mohammed Siraj: সিরাজ অতি আগ্রাসী? প্রশ্ন আসতেই রোহিত বললেন, ‘সীমা পেরনোর একটা সূক্ষ্ম লাইন…’
IND vs AUS: বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজ ২৪.৩ ওভার বল করে ৫টি মেডেন নিয়েছেন। খরচ করেন ৯৮ রান। ঝুলিতে ভরেন ৪ উইকেট। তার মধ্যে রয়েছে সেঞ্চুরিয়ন ট্রাভিস হেডের উইকেট। আর সেই হেডের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে সমালোচিত হয়েছেন সিরাজ।
কলকাতা: ট্রাভিস হেডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচনার শিকার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। অজি তারকা হেড অনবদ্য সেঞ্চুরি করেছেন অ্যাডিলেডে। তাঁকে সিরাজ আউট করার পর উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়। যা শোভনীয় নয় বলে মনে করছেন অনেকে। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর বলেছিলেন, ‘সিরাজের এমন আচরণের দরকার ছিল না।’ দিন-রাতের টেস্ট শেষ হতেই প্রেস কনফারেন্সের ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সামনেও প্রশ্ন রাখা হয় সিরাজকে নিয়ে। তারকা পেসার কি অতি আগ্রাসী? কী উত্তর দিলেন ক্যাপ্টেন হিটম্যান?
দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিন সিরাজ ও হেডের কী কথা হয়েছিল, তা জানা নেই বলেছেন রোহিত। একইসঙ্গে তিনি বলেন, ‘২টো প্রতিযোগী দেশ লড়ছে। ট্রাভিস আমাদের বোলারদের চাপে ফেলতে চেয়েছিল। সিরাজ আর ওর মধ্যে কিছু কথোপকথন হয়েছিল। আমি জানি না ওদের ২ জনের কী কথা হয়েছিল। যখন ভারত ও অস্ট্রেলিয়া খেলে, এই বিষয়গুলো হয়। আর এটাই খেলার অংশ। এত দর্শকের সামনে খেলার সকলের অভ্যেস রয়েছে। সিরাজ জানে ওর টিমের জন্য কী করা দরকার। ওর কাজ উইকেট নেওয়া। ও উইকেট নেওয়ার জন্য সেই চেষ্টাটাই করে। বাইরে কী হচ্ছে, সেদিকে বেশি নজর দেয় না।’
সিরাজের আগ্রাসী মেজাজে খেলা নিয়ে রোহিত বলেন, ‘ও লড়াইটা পছন্দ করে। আর তাতে ও সাফল্যও পায়। আমি মনে করি অধিনায়ক হিসেবে আমার ওর আগ্রাসী মেজাজকে সমর্থন করা দরকার। তবে সেখানে একটা সূক্ষ্ম লাইন রয়েছে। যাতে খেলার প্রতি অসম্মান প্রদর্শন না হয়, সেটা নজরে রাখা দরকার। অতীতে আমরা অনেক ক্রিকেটার দেখেছি যাঁরা খেলার মাঠে লড়াইটা পছন্দ করে। সিরাজ সেই তালিকায় পড়ে। আগ্রাসন প্রকাশ করা আর সীমা পেরিয়ে যাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম লাইন রয়েছে। আর অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব এটা দেখা যে, সেই লাইন যেন কেউ লঙ্ঘন না করে। এক, দু’টো কথাবার্তার আদান প্রদান খুব বেশি তফাৎ গড়ে দেয় না।’
এই খবরটিও পড়ুন
বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজ ২৪.৩ ওভার বল করে ৫টি মেডেন নিয়েছেন। খরচ করেন ৯৮ রান। ঝুলিতে ভরেন ৪ উইকেট। তার মধ্যে রয়েছে সেঞ্চুরিয়ন ট্রাভিস হেডের উইকেট। আর সেই হেডের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে সমালোচিত হয়েছেন সিরাজ। এ বার অবশ্য তিনি পাশে পেলেন ভারতের ক্যাপ্টেনকে।