India vs South Africa: রাহুলই কি কিপিং করবেন? উত্তর দিলেন দ্রাবিড়
IND vs SA 1st Test, Rahul Dravid: সাদা-বলের ক্রিকেটে দীর্ঘ সময় ধরেই কিপিং করছেন লোকেশ রাহুল। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপেও রাহুলই কিপার ছিলেন। টেস্টে এখনও করেননি। ইংল্যান্ড সফরে ভারতের প্রস্তুতি ম্যাচে কিপিংয়ের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ ফর্ম্যাটে লোকেশ রাহুল কিপিং করতে পারবেন কিনা, এ নিয়ে ধোঁয়াশা থাকেই। মানসিক স্বাস্থ্যর কারণে টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন ঈশান কিষাণ। পরিবর্তে স্কোয়াডে যোগ করা হয় শ্রীকার ভরতকেই।

কলকাতা: ইঙ্গিতটা কিছুদিন আগেই মিলেছিল। টিভিনাইন বাংলাও এই সম্ভাবনার কথা লিখেছিল। সেই খবরে সিলমোহর দিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। এক বছর আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ পন্থ। তিনি এখনও মাঠের বাইরে। সেই থেকেই টেস্টে কিপার নিয়ে ক্রাইসিস ভারতীয় দলে। শ্রীকার ভরতকে সুযোগ দেওয়া হয়েছিল। তাঁর কিপিং কিংবা ব্যাটিং দলকে ভরসা দিতে পারেনি। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয় ঈশান কিষাণের। এ বারও স্কোয়াডে ছিলেন। শেষ মুহূর্তে ঈশান টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়ানোয় ভাবনা বাড়ে টিম ম্যানেজমেন্টের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সাদা-বলের ক্রিকেটে দীর্ঘ সময় ধরেই কিপিং করছেন লোকেশ রাহুল। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপেও রাহুলই কিপার ছিলেন। টেস্টে এখনও করেননি। ইংল্যান্ড সফরে ভারতের প্রস্তুতি ম্যাচে কিপিংয়ের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ ফর্ম্যাটে লোকেশ রাহুল কিপিং করতে পারবেন কিনা, এ নিয়ে ধোঁয়াশা থাকেই। মানসিক স্বাস্থ্যর কারণে টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন ঈশান কিষাণ। পরিবর্তে স্কোয়াডে যোগ করা হয় শ্রীকার ভরতকেই। তবে তাঁকে খেলানো নিয়ে আত্মবিশ্বাসী নয় টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার মাটিতে লড়াই খুবই কঠিন। এই দেশে এখনও টেস্ট সিরিজ জয় অধরা ভারতের।
সেঞ্চুরিয়নে মঙ্গলবার শুরু প্রথম টেস্ট। তার আগে সাংবাদিকদের কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘এটা রাহুলের কাছে দারুণ একটা চ্যালেঞ্জ হতে চলেছে। আবার বলা যেতে পারে, নিজেকে পরীক্ষা করার নতুন সুযোগ। ঈশান যেহেতু নেই, রাহুল ও ভরতের মধ্যে একজনকে বেছে নিতে হত। রাহুলের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছি। ও আত্মবিশ্বাসী। নতুন দায়িত্ব নিতে প্রস্তুত।’
ওয়ান ডে, টি-টোয়েন্টি ক্রিকেট এবং টেস্টে কিপিং যে পুরোপুরি আলাদা, স্বীকার করে নিচ্ছেন হেড কোচ রাহুল দ্রাবিড়ও। তবে টিম ম্যানেজমেন্ট লোকেশ রাহুলের ওপর ভরসা রাখছে। দ্রাবিড় বলছেন, ‘আমরাও বুঝতে পারছি না। টেস্টে ও আগে কিপিং করেনি। তবে নিয়মিত ৫০ ওভারে ফর্ম্যাটে কিপিং করায় ওর শরীর সয়ে গিয়েছে। গত পাঁচ ছয় মাস ধরে নিয়মিত প্রস্তুতিও সেরেছে।’
দক্ষিণ আফ্রিকায় খেলা। পেস ও বাউন্সি পিচই থাকবে। ফলে উপমহাদেশের পিচের মতো স্পিনারদের বিরুদ্ধে খুব বেশি চ্যালেঞ্জ সামলাতে হবে না। সে কারণেই ভরসা রয়েছে রাহুল দ্রাবিড় এবং খোদ লোকেশ রাহুলেরও।





