Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG Test Series: ভারত সফরের দল ঘোষণা ইংল্য়ান্ডের, স্টোকসকে নিয়ে ধোঁয়াশা

Ben Stokes: দলকে নেতৃত্ব দেবেন বেন স্টোকসই। দীর্ঘদিন ধরেই চোট রয়েছে তাঁর। বিশ্বকাপের পরই লন্ডনে হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। বিশ্বকাপেও সব ম্যাচ খেলেননি। চোটের কারণে নতুন বছরের আইপিএলেও খেলবেন না, জানিয়ে দিয়েছেন। সেই মতোই তাঁকে রিটেইন করেনি তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস।

IND vs ENG Test Series: ভারত সফরের দল ঘোষণা ইংল্য়ান্ডের, স্টোকসকে নিয়ে ধোঁয়াশা
ইংল্যান্ডের টেস্ট দলImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 6:56 PM

নয়াদিল্লি: বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভরাডুবি। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন দুর্দশা আগে দেখেনি ক্রিকেটবিশ্ব। তেইশের বিশ্বকাপে মাত্র তিন ম্যাচে সাফল্য পেয়েছে থ্রি লায়ন্সরা। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের পারফরম্যান্স হতাশ করেছে ক্রিকেটপ্রেমীদের। এক ঝাঁক তারকাদের সঙ্গে নিয়েও এগোতে পারেনি ইংল্যান্ড। বিশ্বকাপ শেষ হয়েছে। এ বার নতুন বছরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে থ্রি লায়ন্সরা। ইতিমধ্যেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে ভারতের বিরুদ্ধে ইংল্য়ান্ডের একাদশের তালিকা পেশ করা হয়েছে। অধিনায়ক হিসেবে রয়েছেন বেন স্টোকস। বিশ্বকাপের পরই হাঁটুর অস্ত্রোপচার হয়েছে তারকা অলরাউন্ডারের। বিশ্বকাপের আগে কি সেরে উঠবেন তিনি? এই বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তেইশের বিশ্বকাপের অন্ধকার অতীত ভুলে ক্রিকেটে ফিরেছে ইংল্যান্ড। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ইংল্যান্ড দল। বুধবার শুরু পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজ করে বছরের শুরুতে বিশ্বচ্যাম্পিয়নশিপের অন্তর্গত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আসবে থ্রি লায়ন্সরা। এ বার এই সিরিজের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড বোর্ড। দলে চমক রেখেছে ইংল্যান্ড। গাস অ্যাটকিনসন, টম হার্টলি, শোয়েব বশিরের মতো নতুন মুখদের টেস্টে জায়গা দেওয়া হয়েছে। অন্যদিকে ক্রিস ওকস, উইল জ্যাক, ড্যান লরেন্সের মতো তারকাদের রাখা হয়নি দলে। গত দেড় বছর টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে ইংল্যান্ড। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই সংস্করনে ফাইনালে উঠতে পারেনি তারা। এ বার সেই লক্ষ্যেই শুরু থেকে ঝাঁপিয়েছে ইংল্যান্ড। তরুণ তুর্কীদের উপরই তাই আস্থা রাখছে বোর্ড।

দলকে নেতৃত্ব দেবেন বেন স্টোকসই। দীর্ঘদিন ধরেই চোট রয়েছে তাঁর। বিশ্বকাপের পরই লন্ডনে হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। বিশ্বকাপেও সব ম্যাচ খেলেননি। চোটের কারণে নতুন বছরের আইপিএলেও খেলবেন না, জানিয়ে দিয়েছেন আগেই। সেই মতো তাঁকে রিটেইন করেনি তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। বেছে বেছে ম্যাচ খেলার একটাই কারণ,স্টোকসের মূল ফোকাস এখন ভারতের মাটিতে টেস্ট সিরিজ। তবে তাঁর চোট কিন্তু ভাবাচ্ছে। আদৌ ভারতের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিতে পারবেন তো তিনি? এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি,বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, মার্ক উড।