IND VS ENG: ভারত সফর থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা বোলার

India vs England Test Series: ভারতের মাটিতে স্পিন সহায়ক পিচ হবে এমনটা যেন প্রত্যাশিত। ইংল্যান্ড টিম প্রস্তুতি নিয়েই এসেছিল। তাদের মূল অস্ত্র জ্যাক লিচ। হায়দরাবাদ টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পান ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার। তবে মাঠ ছাড়েননি। খেলা চালিয়ে গিয়েছিলেন। বোলিংও করেছেন। বিশাখাপত্তনম টেস্টে বিশ্রাম দেওয়া হয় জ্যাক লিচকে। ইংল্যান্ড শিবিরের প্রত্যাশা ছিল, মাঝের এই দীর্ঘ বিরতিতে পুরোপুরি ফিট হয়ে উঠবেন জ্যাক লিচ।

IND VS ENG: ভারত সফর থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা বোলার
Image Credit source: ECB
Follow Us:
| Updated on: Feb 11, 2024 | 6:48 PM

কলকাতা: ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে আপাতত বিরতি চলছে। হায়দরাবাদ টেস্ট দিয়ে শুরু হয়েছিল সিরিজ। ওলি পোপের অনবদ্য ইনিংসে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। অনবদ্য বোলিং করেছিলেন ইংল্যান্ডের অভিষেককারী বাঁ হাতি স্পিনার টম হার্টলি। অভিজ্ঞ স্পিনার জ্যাক লিচও নজর কেড়েছেন। বিশাখাপত্তনমে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল ডাবল সেঞ্চুরি করেন, দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের সেঞ্চুরি। সিরিজ এখন ১-১ অবস্থায়। তৃতীয় টেস্ট শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। এর মাঝেই ইংল্যান্ড শিবিরে অস্বস্তির খবর। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের মাটিতে স্পিন সহায়ক পিচ হবে এমনটা যেন প্রত্যাশিত। ইংল্যান্ড টিম প্রস্তুতি নিয়েই এসেছিল। তাদের মূল অস্ত্র জ্যাক লিচ। হায়দরাবাদ টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পান ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার। তবে মাঠ ছাড়েননি। খেলা চালিয়ে গিয়েছিলেন। বোলিংও করেছেন। বিশাখাপত্তনম টেস্টে বিশ্রাম দেওয়া হয় জ্যাক লিচকে। ইংল্যান্ড শিবিরের প্রত্যাশা ছিল, মাঝের এই দীর্ঘ বিরতিতে পুরোপুরি ফিট হয়ে উঠবেন জ্যাক লিচ। হল যদিও উল্টোটা।

ভারতের বিরুদ্ধে সিরিজের বাকি তিন টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞ স্পিনার জ্যাক লিচ। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে-‘হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেই চোট পেয়েছিলেন লিচ। সে কারণেই পরের ম্যাচে ওকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আবু ধাবি থেকেই দেশে ফিরে যাচ্ছে লিচ।’ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে, লিচের পরিবর্ত হিসেবে কাউকে নেওয়া হচ্ছে না। লিচের না থাকা স্টোকসের শিবিরে বড় ধাক্কা, বলাই যায়।